Kolkata: বিয়ের টোপ দিয়ে ত্রিপুরার নাবালিকাকে ফুঁসলিয়ে কলকাতায় আনা, হল না শেষ রক্ষা
রবিবার পুলিশ ধৃত ঝুমান মিঞাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করে। আদালত ধৃতকে ৪ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়ৈছে। সূত্রের খবর ধৃত ঝুমান মিঞা ও উদ্ধার হওয়া নাবালিকাকে ত্রিপুরা নিয়ে যাবার জন্য আইনি পক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।
কলকাতা: বিয়ের টোপ দিয়ে এক নাবালিকাকে ফুঁসলিয়ে কলকাতায় অপহরণ করে আনার অভিযোগ। সঙ্গে ছিল ১১ মাসের শিশুও। লুকিয়ে রেখেও শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত জোড়াসাঁকো থানার পুলিশের হাতে ধরা পড়েছেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ঝুমান মিঞা। পুলিশ উদ্ধার করেছে ১৭বছরের এক নাবালিকা এবং তার শিশু সন্তানকে।
পুলিশ সূত্রের খবর, ত্রিপুরা পুলিশ দিন কয়েক আগেই জোড়াসাঁকো থানাকে জানায় ঝুমান মিঞা ত্রিপুরা থেকে এক নাবালিকাকে অপহরণ করে কলকাতায় নিয়ে এসেছেন। সঙ্গে রয়েছে এগারো মাসের সন্তান। খবর পেয়ে পুলিশ তল্লাশিতে নেমে জোড়াসাঁকো থানার এলাকার একটি হোটেল থেকে গ্রেফতার করে ঝুমান মিঞাকে।উ
উদ্ধার করে শিশু সন্তান-সহ নাবালিকাকে। রবিবার পুলিশ ধৃত ঝুমান মিঞাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করে। আদালত ধৃতকে ৪ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়ৈছে। সূত্রের খবর ধৃত ঝুমান মিঞা ও উদ্ধার হওয়া নাবালিকাকে ত্রিপুরা নিয়ে যাবার জন্য আইনি পক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।