মিটবে ঘাটতি, বাংলায় আসছে ৭ লক্ষেরও বেশি কোভিশিল্ড ডোজ়
Covishield: কলকাতা বিমানবন্দরে পুনে থেকে আসবে এই ভ্যাকসিন। কেন্দ্রের তরফে আসছে এই ভ্যাকসিন।
কলকাতা: আজ, বৃহস্পতিবার রাজ্যে আসছে ৭ লক্ষ ২৯ হাজার ৪৭০ ডোজ় কোভিশিল্ড। দুপুর ৩.৫০ কলকাতা বিমানবন্দরে পুনে থেকে আসবে এই ভ্যাকসিন। কেন্দ্রের তরফে আসছে এই ভ্যাকসিন।
গত ১১ অগস্ট রাজ্যে আসে ১ লক্ষ ১২ হাজার ২৩০ ডোজ় কোভ্যাক্সিন। পর পর তিন দিনে ভ্যাকসিন এল প্রায় ৮ লক্ষ ১৪ হাজার ৪০৩ ডোজ়। যার বেশিরভাগই কোভিশিল্ড। রাজ্যে টিকা সঙ্কট মেটাতে উদ্যোগী কেন্দ্র।
তার আগে আরও ৩ লক্ষ ৭০ হাজার ৮৪০ ডোজ় কোভিশিল্ড আসে। এটাও কেন্দ্রের তরফে পাঠানো হচ্ছে রাজ্যে। মোট ৭ লক্ষ ২ হাজার ১৭০ ডোজ় ভ্যাকসিন একই দিনে আসছে। এর ফলে কিছুটা হলেও রাজ্যে ভ্যাকসিনের অভাব মিটবে।
বঙ্গে টিকা সঙ্কট মেটাতে উদ্যোগী কেন্দ্র। এর আগে বিজ্ঞপ্তি দিয়ে কোভিশিল্ডের সমস্যার কথা জানিয়েছিল পুরনিগম। তাতে বলা হয়েছিল, “ভারত সরকারের থেকে পর্যাপ্ত টিকার জোগানের অভাবে আগামী ১০ অগস্ট, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত কোভিশিল্ড প্রদান কেন্দ্র বন্ধ থাকবে। সাধারণভাবেই চলবে কোভ্যাক্সিনের কেন্দ্র।”
রাতারাতি কোভিশিল্ড পাঠায় কেন্দ্র। পুরস্বাস্থ্যকেন্দ্রগুলিতে ফের কোভিশিল্ড দেওয়া শুরু হয়। এবারের টিকা আসায় যোগানের ঘাটতি বেশ কিছুটা কমবে বলেই আশাবাদী প্রশাসন। প্রসঙ্গত, অগাস্টেই ৫ তারিখ প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন সঙ্কট নিয়ে উষ্মা প্রকাশ করে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, ‘ব্যথিত হয়ে বলছি, যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই নিয়ে অনেকবার আপনাদের চিঠি পাঠিয়েছি। আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান।’
বাংলার জনসংখ্যার বিচারে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে চিঠিতে উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানেও ভ্যাকসিন নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। তবে এরই মাঝে বেশ কয়েক দফায় বাংলায় ভ্যাকসিন পাঠাল কেন্দ্র। আরও পড়ুন: চায়ের দাম দু’টাকা কেন বেশি দেবো? প্রশ্ন করতেই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের গুমটি- মালিকের নৃশংস কীর্তি