Online Fraud: কোটি টাকার প্রতারণা, কলকাতা পুলিশের হেফাজতে সাইবার ক্রাইমের কিংপিন

Online Fraud: সাইবার প্রতারণার জাল বিছিয়েছিলেন ওই ব্যক্তি। অন্য একটি মামলায় তাঁকে আগেই গ্রেফতার করা হয়েছিল।

Online Fraud: কোটি টাকার প্রতারণা, কলকাতা পুলিশের হেফাজতে সাইবার ক্রাইমের কিংপিন
সাইবার ক্রাইম
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 9:34 PM

কলকাতা: অনলাইনে লাভের হাতছানি অনেক সময়েই বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে। সেই ফাঁদে পা দিলেই বিপদ। প্রতিনিয়ত এমন অনেক অভিযোগই আসে পুলিশের কাছে। এবার এমন এক প্রতারণা চক্রের কিংপিনকে হাতেনাতে ধরল কলকাতা পুলিশ। কোটি টাকা প্রতারণার অভিযোগে এবার হেফাজতে নেওয়া হল তাঁকে। এরাজ্যেই প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার হেফাজতে রয়েছেিন তিনি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। ধৃতের নাম সঞ্জয় যাদব। তিনি রাজস্থানের জয়পুরের বাসিন্দা। অন্য একটি মামলায় হায়দরাবাদ জেলে ছিলেন তিনি। সেখান থেকে সম্প্রতি কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। তাঁকে এবার হেফাজতে নিল লালবাজারের গোয়েন্দা শাখা।

বিভিন্ন সংস্থায় বিনিয়োগ করে চড়া সুদ পাওয়া যাবে, এমনই প্রস্তাব দেওয়া হত। আর সেই ফাঁদে পা দিয়ে টাকা দিলেই বিপদে পড়তে হয় সাধারণ মানুষকে। এমনভাবে অনেকেই বিপদে পড়েছেন বলে সূত্রের খবর। প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ এসেছে পুলিশের হাতে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। অন্য একটি মামলায় কলকাতা নিয়ে আসা হলেও পরে প্রতারণার অভিযোগ সামনে আসে তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, সম্প্রতি গেমিং অ্যাপ-কাণ্ডে কলকাতা থেকে গার্ডেনরিচের বাসিন্দা আমির খানকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা নগদ। শুধু টাকা নয়, আমিরের নামে থাকা ক্রিপ্টোকারেন্সিও উদ্ধার করেছে পুলিশ। বিটকয়েন ভাঙিয়ে নগদ টাকা বাড়িতে রাখা হয়েছিল বলে জানতে পারে পুলিশ। সে ক্ষেত্রে অনলাইন গেমিং অ্যাপের মাধ্য়মে প্রতারণা করা হত বলে অভিযোগ ওঠে।