Kolkata Police: ক্রিসমাস ইভে মদের ফোয়ারা ছুটিয়ে বেলেল্লাপনা! কতজনকে ধরল পুলিশ?

Kolkata Police: কলকাতা পুলিশের বিভিন্ন থানা চত্বর থেকে মোট ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর অবৈধ মদ। প্রায় সাড়ে ৪১ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। মদ খেয়ে বেলাল্লাপনা করতে করতে গাড়ি চালাতে গিয়েও পুলিশের খপ্পরে পড়েছে অনেকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ৮৯ জনের জরিমানা করেছে ট্র্যাফিক পুলিশ।

Kolkata Police: ক্রিসমাস ইভে মদের ফোয়ারা ছুটিয়ে বেলেল্লাপনা! কতজনকে ধরল পুলিশ?
কলকাতা পুলিশের নজরদারিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2023 | 6:32 PM

কলকাতা: রবিবার বড়দিনের আগের রাতে কলকাতার রাস্তায় উপচে পড়েছিল ভিড়। গিজগিজ করছিল মানুষের ঢল। রাতভর চলেছে দেদার হুল্লোড়। উৎসবের মেজাজে যখন মশগুল রাতের কলকাতা, তখন বেলেল্লাপনার ছবিও ধরা পড়েছে বিভিন্ন জায়গায়। গতরাতে কলকাতা পুলিশের বিভিন্ন থানা চত্বর থেকে মোট ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর অবৈধ মদ। প্রায় সাড়ে ৪১ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। রবিবার এমনিতেই ছুটির দিন। তার উপর সোমবারও অনেক অফিস-কাছারিতে বড়দিনের ছুটি। এসবের মধ্যে অনেকেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন রাতের শহরে। মদ খেয়ে বেলেল্লাপনা করতে করতে গাড়ি চালাতে গিয়েও পুলিশের খপ্পরে পড়েছে অনেকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ৮৯ জনের জরিমানা করেছে ট্র্যাফিক পুলিশ।

শুধু তাই নয়, বেপরোয়া গাড়ি চালিয়ে ফ্যাসাদে পড়েছে আরও অনেক চালকই। দ্রুত গতিতে বিপজ্জনকভাবে গাড়ি ছুটিয়ে ৯৩ জনের জরিমানা হয়েছে। সবথেকে বেশি জরিমানা হয়েছে বিনা হেলমেটে বাইক চালিয়ে। ১৩১ জন বাইক চালককে জরিমানা করা হয়েছে হেলমেট না পরে থাকার জন্য। বড়দিনের আগের রাতে ফুর্তি করতে গিয়ে অনেক বাইক-স্কুটিতে তিনজনকেও দেখা গিয়েছে। পিছনে দু’জন বসিয়ে বাইক-স্কুটি চালাতে গিয়েও মোটা টাকার খেসারত দিতে হয়েছে ৮৪ জনকে। সব মিলিয়ে কলকাতা শহরে গতরাতে ৪৫৯ জনকে ট্র্যাফিক আইন ভাঙার জন্য জরিমানা করা হয়েছে।

বড়দিনের উৎসবের মেজাজে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগেভাগে সজাগ কলকাতা পুলিশ। শহরের রাস্তায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। কড়া নজরদারি চালাচ্ছে ট্র্যাফিক পুলিশও। আজও পার্ক স্ট্রিট থেকে শুরু করে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় মানুষের ঢল নেমেছে। গতকালের মতো আজও সব দিকে সজাগ দৃষ্টি রাখছে পুলিশ প্রশাসন।