Kolkata Police: একবালপুরে আরও চারদিন ১৪৪ ধারা, গ্রেফতার ৪৫: পুলিশ

Kolkata Police: পুলিশ কমিশনার জানান, "পুলিশের তরফে পাঁচটি পৃথক কেস ফাইল করে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা যুক্ত আছে, তাদেরও খোঁজ চলছে।"

Kolkata Police: একবালপুরে আরও চারদিন ১৪৪ ধারা, গ্রেফতার ৪৫: পুলিশ
পুলিশ কমিশনার বিনীত গোয়েল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 7:43 PM

কলকাতা: একবালপুরের ঘটনার তদন্তভার এখনই এনআইএ-র উপর দিতে চাইছে না কলকাতা হাইকোর্ট। বরং রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারের নেতৃত্ব তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে আদালত। পুলিশকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। আর তার পরপরই সাংবাদিক বৈঠক করেন পুলিশ কমিশনার। তিনি জানান, একবালপুর এলাকায় আগামী চারদিনের জন্য ১৪৪ ধারার সময়সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশ মতোই কাজ হবে বলে জানান তিনি। পুলিশের তরফে এদিন জানানো হয়, ৯ অক্টোবর দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছিল। এলাকার একাধিক জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছিল।

ওই ঘটনায় পুলিশের তরফে যে দ্রুত পদক্ষেপ করা হয়েছিল, সেই কথাও বুধবার সাংবাদিক বৈঠক করে জানানো হয়। পুলিশ কমিশনার জানান, দ্রুত এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছিল। ঘটনাস্থলে গিয়েছিলেন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকরিক। এদিন সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার দাবি করেন, খুব কম সময়ের মধ্যে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ। এলাকার একটি পরিত্যক্ত গুমটিতে আগুন লাগানো হয়েছিল এবং ৫-৬ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই জন সাধারণ নাগরিক ও বেশ কয়েকজন পুলিশকর্মী ওই ঘটনায় আহত হয়েছিলেন বলে দাবি পুলিশের।

পুলিশ কমিশনার জানান, “পুলিশের তরফে পাঁচটি পৃথক কেস ফাইল করে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা যুক্ত আছে, তাদেরও খোঁজ চলছে। সিসিটিভি দেখে অনেককেই শনাক্ত করা গিয়েছে।” পাশাপাশি সাংবাদিক বৈঠকে আরও জানানো হয়, “সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিয়ো পোস্ট করে অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে চারটি মামলা করা হয়েছে।”

পুলিশের তরফে এদিন আরও দাবি করা হয়, বর্তমানে এলাকায় সবকিছুই স্বাভাবিক আছে। তবে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে কমিশনার পরামর্শ দেন, কোনওরকম প্ৰয়োজন কিংবা সমস্যা তৈরি হলে যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।