Kolkata: এবার খাস কলকাতা! মির্জা গালিব স্ট্রিটে খুল্লামখুল্লা চলল গুলি

Kolkata ShootOut:ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। একলাস বছর ২৯-এর একলাস বেগ ও সোনা নামে স্থানীয় দুই যুবক বাইক নিয়ে যাচ্ছিলেন। এলাকাবাসীর দাবি, সোনার বাইকে ওভারটেক করে একলাসের বাইক। কেন বাইক ওভারটেক করল তা নিয়ে দুই পক্ষের প্রথমে বচসা হয়।

Kolkata: এবার খাস কলকাতা! মির্জা গালিব স্ট্রিটে খুল্লামখুল্লা চলল গুলি
মির্জা গালিব স্ট্রিটে চলল গুলিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2024 | 5:21 PM

কলকাতা: এবার খাস কলকাতায় চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংলগ্ন এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি এসএসকএম হাসপাতালে ভর্তি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ব্যক্তি। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

কী ঘটেছে?

ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। বছর ২৯-এর একলাস বেগ ও সোনা নামে স্থানীয় দুই যুবক বাইক নিয়ে যাচ্ছিলেন। এলাকাবাসীর দাবি, সোনার বাইকে ওভারটেক করে একলাসের বাইক। কেন বাইক ওভারটেক করল তা নিয়ে দুই পক্ষের প্রথমে বচসা হয়। বিকেল সাড়ে চারটের ঘটনার রেশ গড়ায় রাত্রি ১২টা নাগাদ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি দল আসে। আর একলাসকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর ডান পায়ে গুলি লাগে। গুলি চালানোর পর অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাত্রিবেলা ৭০ থেকে ৮০ জন এসেছে হঠাৎ করে। আসার পরে কী ঝামেলা হল বুঝলাম না। গুলি চালিয়ে পালিয়ে গেল। এরপর পুলিশ এল। তদন্ত শুরু করেছে।”

ঘটনাস্থলে আসে পার্কস্ট্রিট থানার পুলিশ। তবে মুল অভিযুক্ত সোনা ও তাঁর সহযোগীরা পলাতক। পুলিশ তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোনার নাম আগেই পুলিশের খাতায় ছিল। এলাকার বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সে জড়িত।