বিজেপিতে যোগ দিয়েই ধনখড়ের সাক্ষাতে শুভেন্দু
আপাতত এটিকে সৌজন্যসাক্ষাত্ই বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার বিকাল চারটেয় রাজভবনে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু। আপাতত এটিকে সৌজন্যসাক্ষাত্ই বলে দাবি করেছেন তিনি। শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের বিষয়টি টুইট করে জানান রাজ্যপালও।
Former Cabinet Minister @MamataOfficial Suvendu Adhikari is scheduled to call on me today at 4 PM at Raj Bhawan.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 21, 2020
বিধানসভায় তাঁর বিধায়ক পদ থেকে দেওয়া পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। ‘বিধিসম্মত’ না হওয়ার কারণে, তা গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁকে সোমবার বিধানসভায় আসার নির্দেশ দিয়েছেন তিনি। আজই বিধানসভায় যাবেন শুভেন্দু। সেখানের কাজ মিটিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।
এদিকে, রবিবার শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে পরিদর্শনে যান কমান্ডো বাহিনীর আধিকারিকরা। বাড়ি তো বটেই, গোটা এলাকা পরিদর্শন করেন আধিকারিকরা। খুব শীঘ্রই প্রতিরক্ষা বাহিনী-সহ সিআরপিএফ জওয়ানরা পৌঁছে যাবেন শুভেন্দুর নিরাপত্তার জন্য। তিনটি গাড়িতে সাত জনের একটি দল পরিদর্শন করেন। ছিলেন রাজ্য পুলিসের কর্তারাও। খুঁটিনাটি সমস্ত তথ্য নিয়ে নেন পরিদর্শকরা।
আরও পড়ুন: নামছে পারদ, শৈত্যপ্রবাহের পরিস্থিতি ছয় জেলায়
উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার পরই শুভেন্দুকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অবশ্য বিজেপিতে যোগ দেওয়ার আগেই তাঁর জেড নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়। সম্প্রতি গোয়েন্দা রিপোর্ট এবং শুভেন্দুর ওপর হামলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, শুভেন্দুর নিরাপত্তায় ২৪ ঘণ্টা ৩০ জন কেন্দ্রীয় জওয়ান থাকবেন। সবসময় তাঁকে ঘিরে রাখবেন ১০ জন কমান্ডো।