DogNapping: বাড়িতে পোষ্য আছে? সাবধান হোন… শহরে নেমেছে নতুন চক্র
DogNapping: সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘোষ বাড়ির সদর দরজার সামনে খেলা করছিল ছটফটে মিষ্টি রিও। এই বাড়িতে আট বছর ধরে আছে রিও।
Our pet Rio is missing since 5 Feb, morning. He was kidnapped from our home, Thakurpukur, Kolkata. We are scared that illegal breeders are behind this. Pls spread the word and help us find him @swastika24 he is old and scared! 338 is the GD no, Haridevpur Police station pic.twitter.com/CUH9GkdhVc
— Deb (@debalina88ghosh) February 7, 2022
ঘোষ বাড়িতে আট বছর ধরে আছে রিও। বাড়ির সকলের আদরের ও। সকলেরই চোখের মণি। সরস্বতী পুজোর দিন সকালবেলা বাড়ির সদর দরজার সামনে খেলা করছিল ছটফটে মিষ্টি রিও। সেই সময় মোফেট বাইক চালিয়ে আসেন একটি ছেলে। পিছনে একটি মেয়ে বসেছিলেন। অভিযোগ, বাড়ির সামনে রিওকে দেখে বাইক থামান চালক। এরপরই গোল্ডেন রিট্রিভারটিকে আদর করার নামে তুলে নিয়ে চলে যান। ঠাকুরপুকুর হয়ে জেমস লং সরণির দিকে যে রাস্তা সেদিকেই যায় বাইকটি।
প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রথমে রিওর মাথায় হাত বুলিয়ে আদর করেন ওই দু’জন। এক হাতে তাকে তোলার চেষ্টাও করে। কিন্তু তা সম্ভব হয়নি। এরপরই আদরে ভুলিয়ে তুলে নিয়ে পালায় রিওকে। দেবলীনা ঘোষ বলেন, “আমরা বারবার সিসিক্যামেরা জুম করে, ক্লোজ করে দেখেছি। আমরা দেখলাম রিওকে শালের ভিতর জড়িয়ে নিয়ে বাইকে উঠল। রিওর মুখটা বেরিয়ে রয়েছে। ফুটেজটা নিয়ে আমরা পুলিশকেও দেখাই।”
ঘোষ বাড়ির সদস্যদের চিন্তা, এভাবে যাঁরা নিরাপদ আশ্রয় থেকে অবলা জীবকে তুলে নিয়ে যেতে পারে, তাঁরা আদৌ রিওকে চারদিন ধরে খেতে দিয়েছেন কি না। তা ছাড়া ঘোষবাড়ির সদস্যরা জানান, রিও সব খাবার খায় না। নিজে নিয়ে খাওয়ায়ও খুব অরুচি। ওকে মাংস হাতে করে তুলে দিলে তবে খায়। রাতে খাট কিংবা সোফা ছাড়া মোটে ঘুম হয়না আদুরে রিওর। চারদিন ধরে কী করছে ভেবেই চোখ ঝাপসা হয়ে যাচ্ছে দেবলীনাদের। গলার কাছে দলা পাকিয়ে উঠছে কান্না।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা