রেফার করেছিলেন চিকিৎসক অথচ পরিবারকে জানায়নি হাসপাতাল! অব্যবস্থার শিকার খোদ চিকিৎসকের পরিবারই
চরম অব্যবস্থার শিকার খোদ চিকিৎসকের (Doctor's Family) পরিবার। হাসপাতালের বিরুদ্ধেই কর্তব্যে গাফিলতির অভিযোগ তুললেন সরকারি কোভিড (COVID) হাসপাতালের চিকিৎসকের স্ত্রী।
কলকাতা: চরম অব্যবস্থার শিকার খোদ চিকিৎসকের (Doctor’s Family) পরিবার। হাসপাতালের বিরুদ্ধেই কর্তব্যে গাফিলতির অভিযোগ তুললেন সরকারি কোভিড (COVID) হাসপাতালের চিকিৎসকের স্ত্রী।
চিকিৎসকের স্ত্রীর দাবি, রবিবার সকালে করোনা আক্রান্ত দমদমের (DumDum) বাসিন্দা তাঁর দিদি বছর ষাটের সবিতা বিশ্বাসকে রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইন্সস্টিটিউটে (Chittaranjan National Cancer Institute) ভর্তি করা হয়। তারপর থেকে কোনওভাবেই তাঁর দিদির সঙ্গে যোগাযোগ রাখা যায়নি। অবশেষে বুধবার সন্ধ্যা প্রায় 8’টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সবিতার মৃত্যুর খবর দেওয়া হয় বোনকে।
আরও পড়ুন: ‘প্রতিশোধ স্পৃহা’-র কাছে হারবে না তো আইনি লড়াই? আশা-আশঙ্কার দোলাচলে তৃণমূল
সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করলে তাঁদের সঙ্গে সহযোগিতা করা হয়নি বলেও অভিযোগ। পাশাপাশি তিনি আরও অভিযোগ, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর দিদির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে পরিবারকে কিছু জানানো হয়নি। এখনও পর্যন্ত এ বিষয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃতের পরিবারের তরফে।