চিটফান্ডে দুর্গতদের টাকা ফেরত দিতে তৈরি বিশেষ কমিটির মেয়াদ বাড়াল হাইকোর্ট
চিট ফান্ড সংক্রান্ত যে কোনও তদন্ত সিবিআই-এর হাতে দেওয়া হোক, এই আর্জিতে আজ সায় দেয়নি আদালত।
কলকাতা: চিটফান্ড কমিটির (Chit Fund Committee) মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দিল হাইকোর্ট । তবে চিট ফান্ড সংক্রান্ত যে কোনও তদন্ত সিবিআই-এর হাতে দেওয়া হোক, এই আর্জিতে আজ সায় দেয়নি আদালত।
চিটফান্ডে টাকা ফেরত দেওয়া-সহ সম্পত্তি নিলাম, আমানতকারীদের বিভিন্ন অভিযোগ ইত্যাদি দেখতে ২০১৫ সালে ডিসেম্বর মাসে অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গড়ে দেয় হাইকোর্ট। সেই কমিটি অ্যালকেমিস্ট-সহ কিছু চিটফান্ডের টাকা ফেরত দিয়েছিল। কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৩১ ডিসেম্বর। সেই মেয়াদ যাতে বাড়ানো হয় তার আর্জি নিয়ে মামলাকারীরা দারস্থ হয়েছিলেন হাইকোর্টে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ কমিটির মেয়াদ আরও একবছর বাড়িয়ে দেন।
হাইকোর্টের নির্দেশে তালুকদার কমিটি একটি রিপোর্ট জমা দেয় ডিভিশন বেঞ্চে। রিপোর্টে জানানো হয়েছে এই মুহূর্তে ভিভজিওর সংস্থার ৪১২ জন আমানতকারী চার লক্ষ বারো হাজার টাকা পেয়েছেন। একইসঙ্গে হাইকোর্টের নির্দেশ মোতাবেক অ্যালকেমিস্ট গ্রুপের ৩৬৪০ জন আমানতকারী তেরো কোটি ছিয়াত্তর লক্ষের বেশি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। এই মুহূর্তে এমপিএস, পৈলান, পিনকন-সহ মোট নটি চিটফান্ডের ৩৭ কোটি ৬১ লক্ষ টাকা কমিটির হেফাজতে বিভিন্ন ব্যাঙ্কে জমা রয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে।
আরও পড়ুন: দাউ দাউ করে বেরিয়ে আসছে লেলিহান শিখা, বিধ্বংসী আগুন এবার বাগুইআটি বাজারে
এদিন মামলায় অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর আদালতে আর্জি জানান, রাজ্যের হাতে থাকা সব চিট ফান্ড মামলার তদন্ত সিবিআইকে দেওয়া হয়। বিচারপতি জয়মাল্য বাগচি অবশ্য রাজ্যসরকারের বক্তব্য না শুনে নির্দেশ দিতে রাজি হননি। এপ্রসঙ্গে আইনজীবী অরিন্দম দাস বলেন, “এর ফলে দুর্গতদেরই সুবিধা হবে।”