বিজেপির রথযাত্রা নিয়ে যেন এখনই কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়, চিঠি জমা পড়ল হাইকোর্টে

নবান্ন তরফে শুধু বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে নিতে। তাই আইনজীবী এই আবেদন জানিয়ে চিঠি করেছেন বিভিন্ন থানার ওসি, মুখ্যসচিব, ডিআইজি ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও।

বিজেপির রথযাত্রা নিয়ে যেন এখনই কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়, চিঠি জমা পড়ল হাইকোর্টে
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 05, 2021 | 2:46 PM

কলকাতা: বিজেপির রথযাত্রা (BJP Ratha Yatra) নিয়ে হাইকোর্টে এবার চিঠি দিলেন জনস্বার্থ মামলা দায়েরকারী আইনজীবী। তাঁর আবেদন, যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন। তাই এরই মধ্যে যেন রথযাত্রা নিয়ে কোনও সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়। থানার ওসি, মুখ্যসচিব, ডিআইজি ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও চিঠি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, রাজ্যে বিজেপির রথযাত্রা বাতিলের দাবিতে গত বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন রমাপ্রসাদ মজুমদার নামে ওই আইনজীবী। তাঁর দাবি ছিল, রথযাত্রা বেরোলে রাজ্যের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। আগামী ৯ ফেব্রুয়ারি এই মামলার শুনানি রয়েছে।

আইনজীবী এদিন চিঠি করে আবেদন জানান, যাতে এই মধ্যবর্তী সময়ের মধ্যে রথযাত্রা নিয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, রাজ্য এবার বিজেপিকে রথযাত্রা বার করার ক্ষেত্রে সুর নরম করেছে। নবান্ন তরফে শুধু বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে নিতে। তাই আইনজীবী এই আবেদন জানিয়ে চিঠি করেছেন বিভিন্ন থানার ওসি, মুখ্যসচিব, ডিআইজি ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও।

আরও পড়ুন: জোড়াবাগান কাণ্ড: গলা কেটে শিশুকে খুনের পর বাকি বিরিয়ান, মদ শেষ করে দারোয়ান, রাস্তায় হাঁটতে বেরোয়…

উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে রথ বার করবে বিজেপি। অমিত শাহ দুটি রথের উদ্বোধন করবেন। তিনটি রথের উদ্বোধন করবেন জেপি নাড্ডা। রাজ্যজুড়ে মোট পাঁচটি রথযাত্রা বার করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। এই পাঁচটি রথই ছুঁয়ে যাবে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রকে। তা নিয়ে মঙ্গলবারই মুখ্যসচিবকে চিঠি দেন বিজেপি নেতৃত্ব। মেলে অনুমতিও।