আজ কেরলে তার ঢোকার কথা, বাংলায় কবে ঢুকছে বর্ষা? কী বলছেন আবহাওয়াবিদরা
আজ কেরলে ঢুকবে বর্ষা। নির্ধারিত সময়ের দুদিন দেরিতে এবছর কেরলে বর্ষা ঢুকছে। প্রথমে ৩১ মে কেরলে বর্ষা ঢোকার সম্ভাবনা দেখেছিল আবহাওয়া দফতর (Monsoon Forecast)।
কলকাতা: আজ কেরলে ঢুকবে বর্ষা। নির্ধারিত সময়ের দুদিন দেরিতে এবছর কেরলে বর্ষা ঢুকছে। প্রথমে ৩১ মে কেরলে বর্ষা ঢোকার সম্ভাবনা দেখেছিল আবহাওয়া দফতর (Monsoon Forecast)। পরে জানানো নয়, কেরলে বর্ষা ঢোকার সময় পিছিয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াসের কুপ্রভাব পড়ছে সুদূর কেরলেও। নির্ধারিত সময় ১ জুন নয়, দেশের মূল ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনী হতে চলেছে ৩ জুন। অর্থাৎ ২ দিন দেরিতে। আবহাওয়াবিদদের দাবি, ইয়াস হাজির হওয়ার সময় ও তার গতিপথ-দুটিই এর জন্য দায়ী।
তাহলে কি বাংলাতেও দেরিতে আসবে বর্ষা? প্রশ্ন উঠছে। যদিও আবহাওয়াবিদদের বক্তব্য, আন্দামানের সঙ্গে কেরলের, বাংলার বর্ষার আগমনের সরাসরি কোনও সম্পর্ক নেই। বাংলায় কী হবে, তা এখনই বলা যাবে না। জুনে নির্ধারিত সময়ে বায়ুপ্রবাহ কেমন থাকে, সবটাই নির্ভর করবে তার ওপর।
এক নজরে দেশে বর্ষার ক্যালেন্ডার ♦ কেরল : ১ জুন
♦ উত্তরবঙ্গ (জলপাইগুড়ি): ৭ জুন
♦ উত্তরবঙ্গ (শিলিগুড়ি): 8 জুন
♦ দক্ষিণবঙ্গ: ১০ জুন
♦ কলকাতা: ১১ জুন
♦ গোটা বাংলা: ১৫ জুন
♦ গোটা দেশ: ৮ জুলাই
কেরলে বর্ষার আগমনী ক্যালেন্ডার
২০১৬ সাল: ৮ জুন প্রবেশ করেছিল বর্ষা ২০১৭ সাল: ৩০ মে প্রবেশ করেছিল বর্ষা ২০১৮ সাল: ২৯ মে প্রবেশ করেছিল বর্ষা ২০১৯ সাল: ৮ জুন প্রবেশ করেছিল বর্ষা ২০২০ সাল: ১ জুন প্রবেশ করেছিল বর্ষা
আরও পড়ুন: ৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ও মাসিক ভাতা, করোনায় অনাথ শিশুদের দায়িত্ব নেবে মহারাষ্ট্র সরকার
গত তিন দিন ধরে কেরলে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি পৌঁছে গিয়েছে বর্ষা। আরও জানা যাচ্ছে, কেরল থেকে ১২ জুন বর্ষার ঢোকার কথা বাংলা। ওড়িশায় বর্ষা ঢুকতে পারে ১৩ জুন।