করোনা আক্রান্ত কর্মীর মৃত্যুতে গাফিলতির অভিযোগ, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে ধুন্ধুমার
করোনা (COVID) আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছে হাউসকিপিং কর্মীর। আর তা মৃত্যু ঘিরে উত্তেজনা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে (Chittaranjan Medical College Hospital)।
কলকাতা: করোনা (COVID) আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছে হাউসকিপিং কর্মীর। আর তা মৃত্যু ঘিরে উত্তেজনা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে (Chittaranjan Cancer Hospital)। সিভিল ডিপার্টমেন্ট ও হাউসকিপিং বিভাগের কর্মীদের মধ্যে হাতাহাতি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেএলসি থানার পুলিশ।
ওই হাসপাতালের হাউসকিপিং কর্মী ভাস্কর চক্রবর্তী পশ্চিম চৌবাগার বাসিন্দা। তিনি বেশ কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ল্যান্ডফল স্থল থেকে দূরত্ব ২০০ কিমি! আমফানের চেয়ে শক্তিশালী ইয়াসে কতটা ক্ষতিগ্রস্ত হবে কলকাতা? আর কখন থেকে?
মঙ্গলবার সকালে হাউসকিপিং কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ সেই সময় হাসপাতালের সিভিল ডিপার্টমেন্টের কর্মীরা তার প্রতিবাদ করেন। তখনই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে গেটের সামনে। খবর পেয়ে কেএলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।