Subhaprasanna: ‘গাড়িতে করে নামিয়ে দিয়ে আসব’, শুভাপ্রসন্নকে বিজেপিতে আহ্বান নিয়ে বললেন কুণাল

Subhaprasanna: বিজেপি নেত্রীর কথা প্রসঙ্গে হাসতে হাসতে কুণাল বললেন, 'দরজা খোলা রাখবেন, গাড়ি করে নামিয়ে দিয়ে আসব।'

Subhaprasanna: 'গাড়িতে করে নামিয়ে দিয়ে আসব', শুভাপ্রসন্নকে বিজেপিতে আহ্বান নিয়ে বললেন কুণাল
কুণাল-শুভাপ্রসন্ন-অগ্নিমিত্রা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 7:12 PM

কলকাতা: শুভাপ্রসন্নকে (Subhaprasanna) বিজেপিতে আহ্বান জানিয়েছেন পদ্ম শিবিরের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এবার তার পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিজেপি নেত্রীর কথা প্রসঙ্গে হাসতে হাসতে কুণাল বললেন, ‘দরজা খোলা রাখবেন, গাড়ি করে নামিয়ে দিয়ে আসব।’ গতকালের পর আজও একইভাবে শুভাপ্রসন্ন ইস্যুতে সরব তৃণমূলের রাজ্য সম্পাদক। প্রসঙ্গত, গতকালের ঘটনার পর শুভাপ্রসন্ন কুণাল ঘোষকে আর্টস একর ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কুণাল ঘোষ জানালেন, তিনি নিশ্চয়ই সেই আমন্ত্রণ রক্ষা করবেন। তবে ওই এলাকা থেকে একটি অভিযোগও রয়েছে, যে একটি নিকাশি খাল নাকি বুজিয়ে আর্টস একরের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। সেই অভিযোগটিও তিনি একবারে দেখে আসবেন বলে জানালেন কুণাল ঘোষ। যদিও কুণালের বক্তব্য নিয়ে শুভাপ্রসন্নের মন্তব্যের জন্য ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাঁকে ফোনে পাওয়া যায়নি।

কিছুদিন আগে ভাষা দিবসের এক অনুষ্ঠানে শুভাপ্রসন্ন ‘পানি’, ‘দাওয়াত’-এর মতো শব্দগুলি বাংলা ভাষায় ব্যবহারে আপত্তি জানিয়েছিলেন। শুভাপ্রসন্নর বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মুখ্যমন্ত্রীর কথায়, ওই শব্দগুলি ওপার বাংলার মানুষরা ব্যবহার করেন। ফলে যাঁরা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন, তাঁরা এই শব্দগুলিকেই গ্রহণ করেছেন। সেই সময় শুভাপ্রসন্ন কিছু না বললেও পরবর্তীকে এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, মুখ্যমন্ত্রী নাকি ‘রাজনৈতিক অসুবিধার’ কারণে এই আপত্তির কথা শুনিয়েছেন। আর এরপর থেকেই বিতর্কের সূত্রপাত।

কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন শুভাপ্রসন্নকে। তিনি বাড়াবাড়ি করে ফেলছেন বলে খোঁচা দিয়েছেন তৃণমূল মুখপাত্র। আক্রমণের সুর আরও চড়িয়ে বলেছেন, ‘দলের কারও খোঁজ নেওয়া উচিত শুভাপ্রসন্নর জমি বা কমিটির কোনও পদ লাগবে কি না… তাহলেই সব ঠিক হয়ে যাবে।’ এরপর শুক্রবার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলিও একহাত নিয়েছেন বিশিষ্ট শিল্পীকে। এমন অবস্থায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শুভাপ্রসন্নকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান। যদিও বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না কুণাল। তিনি হাসতে হাসতে বলে দিলেন, ‘দরজা খোলা রাখবেন, গাড়ি করে নামিয়ে দিয়ে আসব।’