Subhaprasanna: ‘শিরদাঁড়া সোজা শুভাপ্রসন্নর’, বিজেপিতে আহ্বান অগ্নিমিত্রার

Subhaprasanna: অগ্নিমিত্রা পল বললেন, 'আজ সত্যি কথা বলেছেন বলে, সামান্য চুনোপুঁটিরা যেভাবে তাঁকে আক্রমণ করছে, আমার মনে হয় এখনই ওনার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত।'

Subhaprasanna: 'শিরদাঁড়া সোজা শুভাপ্রসন্নর', বিজেপিতে আহ্বান অগ্নিমিত্রার
শুভাপ্রসন্ন ও অগ্নিমিত্রা পল
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 6:34 PM

কলকাতা: রাজ্য রাজনীতিতে এখন চর্চায় শুভাপ্রসন্ন (Subhaprasanna)। তথাকথিত তৃণমূলপন্থী হিসেবে পরিচিত বিশিষ্ট শিল্পীকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করছে রাজ্যের শাসক শিবির। গতকাল একপ্রস্থ আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আজ আবার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলিও একহাত নিয়েছেন শুভাপ্রসন্নকে। এবার সেই নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। শুভাপ্রসন্নকে বিজেপিতে যোগ দেওয়ার জন্যও আমন্ত্রণ জানালেন বিজেপি নেত্রী। বললেন, ‘আমার মনে হয় ওনার শিরদাঁড়া সোজা। উনি এতদিন ধরে তাদের পাশে ছিলেন। দুঃখের দিনে দলের পাশে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। আর আজ সত্যি কথা বলেছেন বলে, সামান্য চুনোপুঁটিরা যেভাবে তাঁকে আক্রমণ করছে, আমার মনে হয় এখনই ওনার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত।’

তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার গঠনের অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সাক্ষী থেকেছেন শুভাপ্রসন্ন। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে যে বুদ্ধিজীবীরা পা মিলিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার পাশে ছিলেন শুভাপ্রসন্ন। পালাবদলের পরেও তৃণমূলের সঙ্গে তাঁর সখ্যতা একইরকম দেখা গিয়েছে। মমতার সঙ্গে বিভিন্ন মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। মাতৃভাষা দিবসের এমনই এক অনুষ্ঠানে শুভাপ্রসন্ন ‘দাওয়াত’ বা ‘পানি’র মতো শব্দগুলিকে বাংলায় ব্যবহারে আপত্তি জানিয়েছিলেন। তৎক্ষনাৎ শুভাপ্রসন্নের কথার বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরে শুভাপ্রসন্ন এক সংবাদমাধ্যমকে বলেছিলেন,  মুখ্যমন্ত্রী ‘রাজনৈতিক অসুবিধার’ কারণে আপত্তি জানিয়েছেন। আর এখান থেকেই শুরু যত বিপত্তি।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন শুভাপ্রসন্নকে। বলেছেন, শুভাপ্রসন্ন নাকি বাড়াবাড়ি করছেন। তাঁর কোনও কমিটিতে পদ বা জমি লাগবে কি না, সেই বিষয়ে দলের খোঁজ নেওয়ার কথাও বলেছিলেন তিনি। এবার শুভাপ্রসন্নর জন্য বিজেপি দরজা খুলে দেওয়ায় ফের বক্রোক্তি শানালেন তৃণমূল মুখপাত্র। বললেন, ‘দরজা খোলা রাখবেন, গাড়ি করে নামিয়ে দিয়ে আসব।’ স্বাভাবিকভাবেই শুভাপ্রসন্ন ইস্যুতে এখন সরগরম রাজ্য রাজনীতি। বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য বলছেন, ‘শুভাপ্রসন্নর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা প্রশ্নাতীত। তাঁকে যদি তৃণমূল পচা আলুর মতো ছুড়ে ফেলতে চায়, তা মানুষ বিচার করবে।’