Kunal Ghosh: অগ্নিমিত্রার করা মামলায় জামিন পেলেন কুণাল ঘোষ

Kunal Ghosh: টেলিভিশন শোতে সেদিন কুণালের সঙ্গেই উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানে অগ্নিমিত্রা বলেছিলেন, 'তৃণমূল নেতাদের অধিকাংশই  দুর্নীতিগ্রস্ত।' তর্ক বিতর্কের মাঝে কুণাল বলেছিলেন, "আপনারাও তো শুভেন্দু অধিকারীকে নেতা করেছেন। টিভিতে তো তাঁকেও কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। আপনারা সেটা দেখতে পান না। নিল্লর্জ, বেহায়া।"

Kunal Ghosh: অগ্নিমিত্রার করা মামলায় জামিন পেলেন কুণাল ঘোষ
কুণাল ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 4:19 PM

কলকাতা: আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের করা মানহানি মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আলিপুর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। বিতর্কের সূত্রপাত  গত ফেব্রুয়ারি মাসে। একটি টেলিভিশন শোতে কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছিলেন, তা নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। সেই মন্তব্যের প্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

টেলিভিশন শোতে সেদিন কুণালের সঙ্গেই উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল। সেখানে অগ্নিমিত্রা বলেছিলেন, ‘তৃণমূল নেতাদের অধিকাংশই  দুর্নীতিগ্রস্ত।’ তর্ক বিতর্কের মাঝে কুণাল বলেছিলেন, “আপনারাও তো শুভেন্দু অধিকারীকে নেতা করেছেন। টিভিতে তো তাঁকেও কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। আপনারা সেটা দেখতে পান না। নিল্লর্জ, বেহায়া।”

এই মন্তব্যের প্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, কুণাল সর্বসমক্ষে একজন মহিলাকে অপমান করেছেন। শুক্রবার আলিপুর আদালতে সেই মামলারই শুনানি ছিল। কুণালের হয়ে এই মামলাটি লড়েন আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে সওয়াল করেন। তিনি বলেন, কুণাল ঘোষ কোনও মহিলা, বিধায়ক কিংবা ব্যক্তিবিশেষের উদ্দেশে এহেন মন্তব্য করেননি। তিনি একটি দুর্নীতির বিষয়ে উল্লেখ করতে গিয়েই এই মন্তব্য করেছেন।