Radio Jockey: আরজি করকাণ্ডে জনপ্রিয় রেডিও জকিকে তলব লালবাজারে
RG Kar Case: ওই রেডিও জকি আরজিকরের ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। বেশ কিছু তথ্য় জানতে চেয়েছিলেন তিনি। সেই তথ্যের উৎস জানতে তলব করা হয়েছে বলে খবর। মঙ্গলবারই লালবাজারে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
কলকাতা: আরজি করকাণ্ডে এবার এক জনপ্রিয় রেডিও জকিকে তলব করল লালবাজার। ওই রেডিও জকি আরজিকরের ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। বেশ কিছু তথ্য় জানতে চেয়েছিলেন তিনি। সেই তথ্যের উৎস জানতে তলব করা হয়েছে বলে খবর। মঙ্গলবারই লালবাজারে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
আরজি করে এক পিজিটি ছাত্রীকে অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে। খুনেরও অভিযোগ উঠেছে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। তবে এই গ্রেফতারির পর থেকেই নানা প্রসঙ্গ উঠে আসছে। সোশাল মিডিয়ায় নানা রকমের ছবি, পোস্ট শেয়ার হচ্ছে।
সমস্ত স্তরের মানুষই প্রতিবাদ করছেন ন্যক্কারজনক ঘটনার। বিভিন্ন ক্ষেত্র থেকে জোরাল হচ্ছে প্রতিবাদের গলা। ডাক্তার, শিক্ষক থেকে অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, কবি সাহিত্যিক সকলেই সমাজমাধ্যমে প্রতিবাদে সোচ্চার। সেই তালিকায় রয়েছেন ওই রেডিও জকিও। শহরের নাম করা একটি রেডিও স্টেশনের মুখ তিনি। আরজি কর নিয়ে প্রথম থেকে তিনি সোশাল মি়ডিয়ায় সরব বলে খবর। এবার তাঁকে তলব করা হল লালবাজারে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)