Weather: প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, বড় খবর শোনাল হাওয়া অফিস

Weather: এদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলাতেও বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়।

Weather: প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, বড় খবর শোনাল হাওয়া অফিস
আজ বৃষ্টির সম্ভাবনা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2024 | 2:22 PM

কলকাতা: বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকেই বিশ্রী গরম। ঘামের সঙ্গে বহাল অস্বস্তিও। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু’ এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। কাল পরশু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯১ শতাংশ।

মধ্যপ্রদেশ, বাংলাদেশ, ঝাড়খণ্ড ও অসমের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। যা উত্তর প্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে মধ্য প্রদেশ পর্যন্ত।

মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় সক্রিয়। এদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলাতেও বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্তত ৬ জেলাতে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। চার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।