Lalon Sheikh: লালনের রহস্যমৃত্যু মামলার কোনও তদন্ত বিচারপতি করবেন না, বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ

Lalon Sheikh: সোমবার জনস্বার্থ মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। তবে রায়দান আপাতত স্থগিত রাখা হয়।

Lalon Sheikh: লালনের রহস্যমৃত্যু মামলার কোনও তদন্ত বিচারপতি করবেন না, বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ
লালন শেখ মৃত্যু মামলা হাইকোর্টে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2022 | 12:07 PM

কলকাতা: লালন শেখের রহস্যমৃত্যু মামলায় কোনও তদন্ত বিচারপতি করবেন না। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। লালনের মৃত্যু নিয়ে বিচারপতির নজরদারিতে বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানানো হয়। সেই মামলা খারিজ হয়ে যায়। লালনের শেখের মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধার পর জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করে। সোমবার জনস্বার্থ মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। তবে রায়দান আপাতত স্থগিত রাখা হয়।

জনস্বার্থ মামলকারীর দুটি বক্তব্য ছিল। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, মূলত দু’টি আবেদন করা হয়েছিল। প্রথমত, স্বতঃপ্রণোদিতভাবে জনস্বার্থ মামলাটি যাতে গ্রহণ করে হাই কোর্ট। দ্বিতীয়ত, রাজ্য তদন্তের পক্ষে উপযুক্ত সংস্থা নয়। সিবিআইকে দিয়েই তদন্ত করানো হোক। সেই তদন্তের উপর নজরদারি করুক হাই কোর্ট। তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখা হোক।

লালনের মৃত্যুর সঙ্গে বগটুই গণহত্যা জড়িত। ওই ঘটনায় হাই কোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। এদিকে, লালনের রহস্যমৃত্যুর তদন্ত করছে সিআইডি। দুটি পারস্পরিকভাবে যুক্ত।  দীর্ঘ সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ।

বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয়, এই মামলায় কোনও তদন্ত বিচারপতি করবেন না। অর্থাৎ হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে না। ফলে জনস্বার্থ মামলাকারীর আবেদন খারিজ হয়ে যায়। বর্তমানে লালন শেখের রহস্যমৃত্যু মামলা তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যে লালনের গ্রামের বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। লালনের স্ত্রী রেশমা বিবির বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারীরা। লালনের পরিবারের অভিযোগ, মূলত সিবিআই অফিসাররাই পরিকল্পিতভাবে খুন করেছে। এক্ষেত্রে গরু পাচার মামলার তদন্তকারী অফিসার-সহ একাধিক সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রেশমা বিবি। অভিযোগের যথার্থতাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।