Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Newtown Zoo: চিড়িয়াখানা ভুলে যান, নিউটাউনেই এবার দেখা মিলবে জ়েব্রা থেকে জলহস্তির

Newtown Zoo: আলিপুর চিড়িয়াখানা থেকে একটি জ়েব্রা আনা হয়েছে নিউ টাউনের হরিণালয়ে।

| Edited By: | Updated on: Dec 21, 2022 | 11:50 AM
সুখবর! এবার নিউটাউনেও জ়েব্রার দর্শন পাবেন এলাকাবাসী। এতদিন হরিণ, কুমির, বিভিন্ন পাখি দর্শনের সুযোগ ছিল নিউ টাউনে। সেগুলির পাশাপাশি সাদা-কালো জ়েব্রা দর্শণ করতে পারবেন নিউ টাউনবাসী।

সুখবর! এবার নিউটাউনেও জ়েব্রার দর্শন পাবেন এলাকাবাসী। এতদিন হরিণ, কুমির, বিভিন্ন পাখি দর্শনের সুযোগ ছিল নিউ টাউনে। সেগুলির পাশাপাশি সাদা-কালো জ়েব্রা দর্শণ করতে পারবেন নিউ টাউনবাসী।

1 / 5
আলিপুর চিড়িয়াখানা থেকে একটি জ়েব্রা আনা হয়েছে নিউ টাউনের হরিণালয়ে। আপাতত লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে ওই জেব্রাটিকে। সাধারণ মানুষের দর্শণের সুযোগ থাকছে না। তবে এক সপ্তাহ পরে জ়েব্রাটিকে দেখতে পাবেন হরিণালয় মিনি চিড়িয়াখানার সব দর্শকরা।

আলিপুর চিড়িয়াখানা থেকে একটি জ়েব্রা আনা হয়েছে নিউ টাউনের হরিণালয়ে। আপাতত লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে ওই জেব্রাটিকে। সাধারণ মানুষের দর্শণের সুযোগ থাকছে না। তবে এক সপ্তাহ পরে জ়েব্রাটিকে দেখতে পাবেন হরিণালয় মিনি চিড়িয়াখানার সব দর্শকরা।

2 / 5
আর নতুন বছরের শুরুতে এখানে জিরাফ ও হিপোপটেমাস দেখার সুযোগ থাকছে। বছরের শেষের দিকে বাঘ-সিংহ, চিতারও দর্শণ মিলতে পারে এই হরিণালয়ে। সেজন্য দ্রুততার সঙ্গে এনক্লোজার তৈরির কাজে হচ্ছে বলে জানিয়েছেন মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আর নতুন বছরের শুরুতে এখানে জিরাফ ও হিপোপটেমাস দেখার সুযোগ থাকছে। বছরের শেষের দিকে বাঘ-সিংহ, চিতারও দর্শণ মিলতে পারে এই হরিণালয়ে। সেজন্য দ্রুততার সঙ্গে এনক্লোজার তৈরির কাজে হচ্ছে বলে জানিয়েছেন মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

3 / 5
২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এজন্য প্রায় ১৩ একরের বেশি জমি দান করে হিডকো। প্রথমদিকে এটি হরিণালয় করার চিন্তাভাবনা থাকলেও পরে দর্শকদের চাহিদা ভেবে আরও কিছু পশু-পাখি আনার চিন্তা ভাবনা করে কর্তৃপক্ষ।

২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এজন্য প্রায় ১৩ একরের বেশি জমি দান করে হিডকো। প্রথমদিকে এটি হরিণালয় করার চিন্তাভাবনা থাকলেও পরে দর্শকদের চাহিদা ভেবে আরও কিছু পশু-পাখি আনার চিন্তা ভাবনা করে কর্তৃপক্ষ।

4 / 5
সেই মতো একে-একে বিভিন্ন ধরনের পাখি কুমির এবং একাধিক প্রজাতির হরিণ রাখা হয়েছে পার্কে। আগামি দিনে এখানে বেঙ্গল টাইগার, লেপার্ড, সিংহ, জিরাফ, রেড-ক্যাঙ্গারু, হিপোপটেমাস প্রভৃতি রাখার পরিকল্পনা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই মিনি চিড়িয়াখানার প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা। সোমবার ছাড়া  সপ্তাহে বাকি ৬ দিন খোলা থাকে পার্ক। ইতিমধ্যেই সপ্তাহান্তে সেখানে বহু দর্শক ভিড় জমাচ্ছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সেই মতো একে-একে বিভিন্ন ধরনের পাখি কুমির এবং একাধিক প্রজাতির হরিণ রাখা হয়েছে পার্কে। আগামি দিনে এখানে বেঙ্গল টাইগার, লেপার্ড, সিংহ, জিরাফ, রেড-ক্যাঙ্গারু, হিপোপটেমাস প্রভৃতি রাখার পরিকল্পনা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই মিনি চিড়িয়াখানার প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা। সোমবার ছাড়া সপ্তাহে বাকি ৬ দিন খোলা থাকে পার্ক। ইতিমধ্যেই সপ্তাহান্তে সেখানে বহু দর্শক ভিড় জমাচ্ছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

5 / 5
Follow Us: