নজিরবিহীন! ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস বয়কটে আইনজীবী কল্যাণ-বিকাশ-অরুণাভরা
Calcutta High Court:
কলকাতা: বার অ্যাসোসিয়েশন নীরব। তবে বিধি মেনে মামলা এজলাসে না পাঠানোর অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের এজলাস একযোগে বয়কট করার সিদ্ধান্ত নিলেন বর্ষীয়ান আইনজীবীরা। মঙ্গলবার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী অরুণাভ ঘোষের মতো বর্ষীয়ান আইনজীবীরা একটি বৈঠকে মিলিত হন। সেখানেই সিদ্ধান্ত হয় এদিন দুপুর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে কোনও মামলার শুনানিতে অংশ নেবেন না তাঁরা।
এর আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন খোদ বিচারপতি অরিন্দম সিনহা এবং বিচারপতি সব্যসাচী ভট্টচার্য। সম্প্রতি বেশ কিছু আইনজীবীও প্রতিবাদ জানানো শুরু করেছেন। এবার মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অরুণাভ ঘোষের মতো বর্ষীয়ান আইনজীবীরা বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নিলেন তাঁরা বিচারপতি বিন্দলের এজলাস বয়কট করবেন।
এই আইনজীবীদের অভিযোগ, যেভাবে সিঙ্গল বেঞ্চের মামলা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের রায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, তা এককথায় নজিরবিহীন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এহেন আচরণের প্রতিবাদে তাঁরা তাঁর এজলাস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁদের আরও অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই মামলার ঘর বদল হাইকোর্টের নিয়ম মেনে হচ্ছে না। এই নিয়ে আলোচনা করতে চেয়ে বার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টকে কয়েক দিন আগে চিঠিও দেন আইনজীবী রিজু ঘোষাল। কিন্তু সেই চিঠিতে কোনও কাজ না হওয়ায় বুধবার হাইকোর্টের বেশ কয়েকজন বরিষ্ঠ আইনজীবী এই নিয়ে ভার্চুয়ালি একটি বৈঠক করেছিলেন। সূত্রের খবর, বার অ্যাসোসিয়েশনকে দূরে রেখেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কর্মকাণ্ডের বিরোধিতা করে এই বৈঠকের সিদ্ধান্ত নেন হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবীদের একাংশ।
গত বুধবারের সেই বৈঠকে হাজির ছিলেন বর্ষীয়ান আইনজীবী অরুণাভ ঘোষ। বৈঠক শেষে তিনি জানান, তাঁরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বিধি মেনে কাজ করার আবেদন জানাবেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল যদি সেই অভিযোগের কোনও পাত্তা না দেন, সে ক্ষেত্রে মঙ্গলবার থেকে তাঁর এজলাস বয়কট করতে বাধ্য হবেন তাঁরা। এর পর মঙ্গলবার সত্যিসত্যিই এজলাস বয়কট করলেন তাঁরা। যদিও আইনজীবীদের বড় সংগঠন বার অ্যাসোসিয়েশন এই বয়কট এর বিরোধিতা করেছে। আরও পড়ুন: ‘আমাদের বিচার্য বিষয় নয়,’ অশোক দেবের বিধায়ক পদ খারিজের মামলায় মন্তব্য বিচারপতির