‘সুরক্ষিত’ আসন ছাড়তে নারাজ কংগ্রেস, গোঁ ধরে আইএসএফ-ও, জট কাটল না জোটের
উত্তরবঙ্গে আসনের দাবি থেকে এখনই সরে আসছে না আব্বাস সিদ্দিকির দল। কংগ্রেস আবার আসন ছাড়া নিয়ে অনড় অবস্থান ধরে রাখায় জট আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতা: জোটের জট বুঝি কেটেই গেল! ঠিক যে সময় এটা মনে হওয়া শুরু হয়েছিল, তখনই নতুন করে জট লাগল বাম (Left)-কংগ্রেস (Congress)-আইএসএফ (ISF) জোটে। সূত্রের খবর, উত্তরবঙ্গে আসনের দাবি থেকে এখনই সরে আসছে না আব্বাস সিদ্দিকির দল। কংগ্রেস আবার আসন ছাড়া নিয়ে অনড় অবস্থান ধরে রাখায় জট আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ফের ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, গতকাল রাতেই কংগ্রেসের জানানোর কথা ছিল তারা কোন ৮টি আসন আইএসএফ-কে ছাড়বে। কিন্তু, ২৪ ঘণ্টা কেটে গেলেও কিছুই জানানো হয়নি। ঠিক এই জায়গাতেই জোটের পথ দুর্গম হয়ে উঠেছে। অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু আসন নিয়েও আইএসএফ গোঁ ধরে রয়েছে। কংগ্রেস আবার কোনও ভাবেই সেই আসন ছাড়তে নারাজ।
এই অবস্থায় বুধবার ফের আলিমুদ্দিনে বৈঠকে বসেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। যেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র উপস্থিত ছিলেন। সেখানেই নওশাদ স্পষ্টভাবে জানিয়ে দেন, উত্তরবঙ্গ থেকে তাঁদের আসন চাই-ই চাই। কংগ্রেস যদিও নিজের ভাগের ৯২ টি আসন থেকে কোনও ভাগ ছাড়তে নারাজ। সেটাও যাতে বামেরা ছাড়ে সেই চেষ্টা চালাচ্ছে কংগ্রেস।
আরও পড়ুন: ৯২ আসন ‘সুরক্ষিত’ কংগ্রেসের, তবে আব্বাসকে আসন ছাড়া নিয়ে জট অব্যাহত
এই অবস্থায় বাম শরিকদলগুলিও প্রশ্ন তুলতে শুরু করেছে, সবই যদি বামেদের ছাড়তে হয় তবে এই জোটে কংগ্রেসের ভূমিকা আসলে কী! ফলে মঙ্গলবার দুপুরে যে জট ক্রমশ খুলতে দেখা যাচ্ছিল, বুধবার হতে হতে তা আরও বেশি করে পাকিয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: শুভেন্দু, রাজীব, শ্রাবন্তী, রুদ্রনীল…. দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা