অটুট থাকছে মোর্চা, বিমানের আশ্বাস পেলেও বাম শরিকদের নিয়ে ‘অভিমানী’ নওশাদ

আইএসএফ-কে সঙ্গে নিয়েই চলতে চান বিমান বসু। লক্ষ্মীবারে আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকির সঙ্গে এক বৈঠকে এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান।

অটুট থাকছে মোর্চা, বিমানের আশ্বাস পেলেও বাম শরিকদের নিয়ে 'অভিমানী' নওশাদ
টিকে থাকবে জোট? চেষ্টা চালিয়ে যাচ্ছেন নওশাদরা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 11:13 PM

কলকাতা: সংযুক্ত মোর্চা ভাঙছে না। বাম শরিকরা যতই মোর্চায় থেকে ভোটে লড়তে অস্বীকার করুক, কিন্তু আইএসএফ-কে সঙ্গে নিয়েই চলতে চান বিমান বসু। লক্ষ্মীবারে আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকির সঙ্গে এক বৈঠকে এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। ফ্রন্টের শরিকসঙ্গীদের মন্তব্যের দায় অবশ্য নিজের কাঁধে নিতে চাননি বিমান। সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ককে তিনি জানিয়েছেন, কোনও শরিকের মন্তব্য কখনই মোর্চার সামগ্রিক মন্তব্য নয়। এই ধরনের ঘটনার পুরনাবৃত্তি যাতে না হয়, সেটাও তিনি নজরে রাখবেন বলে আশ্বাস দিয়েছেন বলে খবর সূত্রের।

ভোট মেটার পর থেকেই মোর্চার শরিকদের আক্রমণের বাণ ধেয়ে এসেছে আইএসএফ-র দিকে। বামফ্রন্টের একাধিক বৈঠকে ফরোয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই-র মতো শরিকরা মারাত্মক উষ্মাপ্রকাশ করে মোর্চায় আব্বাস সিদ্দিকির দলের উপস্থিতি নিয়ে। ফরে তীব্র অস্বস্তিতে ছিল সিদ্দিকিদের দল। নির্বাচন ইস্তক যৌথ কোনও কর্মসূচির আয়োজনও না হওয়ায় মোর্চার অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল দলের অন্দরে। এই অবস্থায় বিমান বসুকে একাধিকবার আবেদন জানানোর পর অবশেষে বৃহস্পতিবার তিনি ভাঙড়ের বিধায়কের সঙ্গে বৈঠকে বসতে রাজি হন।

সূত্রের খবর, আলিমুদ্দিনে প্রায় সওয়া ১ ঘণ্টা চলে এ দিনের বৈঠক। সেখানে আইএসএফ চেয়ারম্যান জানিয়ে দেন, ফরোয়ার্ড ব্লক যে ধরনের মন্তব্য করছে, তা ঠিক নয়। প্রসঙ্গত, বামফ্রন্টের এই শরিকদলের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, আইএসএফ-র সঙ্গে তারা কোনওভাবেই পথ চলতে রাজি নয়। এই প্রেক্ষিতে খানিক ‘অভিমানী’ সুরে নওশাদ জানান, ফরোয়ার্ড ব্লক যদি মনে করে যে আইএসএফ-র জন্য কোনও ক্ষতি হচ্ছে, তবে সেটা স্পষ্টভাব জানিয়ে দেওয়া হোক। কারণ তাঁরা চান না আইএসএফ-র জন্য দীর্ঘদিনের শরিকদের হারাক সিপিএম।

নির্বাচনের ফলপ্রকাশের পর ৩ মাসের বেশি সময় কেটে গেলেও মোর্চার কোনও সম্মিলিত কর্মসূচির আয়োজন না করা নিয়েও প্রশ্ন তোলেন নওশাদ। সংযুক্ত মোর্চা কী করতে চায়, সেই দৃশ্যমানতাই যদি সাধারণ মানুষের কাছে না থাকে, তবে এই জোট বাঁধা যে বৃথা সে কথাও মনে করিয়ে দেন তিনি।

সূত্রের খবর, এ দিনের বৈঠকে নওশাদের অভিযোগগুলি গুরুত্ব সহকারে শোনেন বিমান বসু। সব শেষে তিনি জানান, সিপিএম চায় যেন মোর্চা অটুট থাকুক। তবে শরিকদের মন্তব্য একান্তই তাদের ব্যক্তিগত, সেটা মোর্চা বা ফ্রন্টের সামগ্রিক মন্তব্য নয় বলেই জানান বিমান। একই সঙ্গে আশ্বাস দেন যে শরিকরা যাতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকে এই বিষয়টি তিনি দেখবেন। পাশাপাশি যৌথ কর্মসূচি নিয়ে শীঘ্রই আলাপ-আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন বিমান। সিপিএম বর্তমানে কেন্দ্রীয় কমিটির বৈঠক নিয়ে ব্যস্ত থাকায় তা সম্ভব হচ্ছে বলে জানানো হয়। আরও পড়ুন: ‘বিজেমূল’ তত্ত্ব ভুল ছিল, সূর্য-বিমানরা স্বীকার করলেও ‘বিধি বাম’ সেলিম