High Court order on Abhishek Banerjee: হাইকোর্টে বহাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ডিভিশন বেঞ্চে গেলেন অভিষেক-কুন্তল

| Edited By: | Updated on: May 28, 2023 | 10:45 AM

High Court order on Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

High Court order on Abhishek Banerjee: হাইকোর্টে বহাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ডিভিশন বেঞ্চে গেলেন অভিষেক-কুন্তল
হাইকোর্টে অভিষেকের মামলা

কলকাতা হাইকোর্টে বহাল থাকল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে অভিষেক ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 May 2023 03:38 PM (IST)

    ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক

    কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে গেলেন কুন্তল ঘোষ। শুক্রবারই শুনানির আশ্বাস দেওয়া হয়েছে।

  • 18 May 2023 01:08 PM (IST)

    ‘ভয় দেখাতে পারবেন না’, বলছে তৃণমূল

    অভিষেকের মামলায় হাইকোর্টে রায় প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘কোর্টের রায় নিয়ে কিছু বলব না। তবে একটাই কথা বলব, কুন্তল ঘোষ অভিষেকের নাম বলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আর সারদা-কণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেন যখন জেল থেকে বলেছিলেন, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাঁদের কেন তদন্তের আওতায় আনা হবে না?’ শান্তনু আরও বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো যাবে না। উনি শক্ত লোহার মতো, ভয় দেখালে লোহা আরও শক্ত হবে।’

  • 18 May 2023 01:05 PM (IST)

    সুপ্রিম কোর্টে যেতে পারেন অভিষেক

    এই মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মামলা ফেরানো হয় হাইকোর্টে। এবার হাইকোর্ট অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়ার পর অভিষেক ফের সুপ্রিম কোর্টে যেতে পারেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, অর্ডার কপির জন্য অপেক্ষা করছেন অভিষেক। হাতে পেলেই শীর্ষ আদালতে যাবেন তিনি।

  • 18 May 2023 12:58 PM (IST)

    ‘গোদের উপর বিষফোঁড়া’, বললেন শুভেন্দু

    অভিষেকের মামলায় কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পর কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লিখেছেন ‘গোদের উপর বিষফোঁড়া’।

Published On - May 18,2023 12:51 PM

Follow Us: