TMC MLA: ২ বছরেই ১০০ কোটির সম্পত্তি তৃণমূল বিধায়কের! CBI তদন্ত চেয়ে নিজাম প্যালেসে হাজির বিজেপি

TMC MLA: নামে-বেনামে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন বলেই বিজেপির অভিযোগ।

TMC MLA: ২ বছরেই ১০০ কোটির সম্পত্তি তৃণমূল বিধায়কের! CBI তদন্ত চেয়ে নিজাম প্যালেসে হাজির বিজেপি
বিধায়কের বিরুদ্ধে সিবিআই দফতরে ডেপুটেশন
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 12:25 AM

কলকাতা : গ্রেফতারির দাবি নিয়ে থানায় ডেপুটেশন দেওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার বিধায়কের বিরুদ্ধে তদন্তের দাবি নিয়ে সরাসরি সিবিআই দফতরে হাজির বিজেপি। তৃণমূল বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডলের বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে হাজির হয়েছে বিজেপি। দলের আরটিআই সেলের তরফে ডেপুটেশন দিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, মাত্র ২ বছরে ১০০ কোটির সম্পত্তি করে ফেলেছেন কুলতলির বিধায়ক গণেশ। শুধু সিবিআই দফতরে নয়, ডেপুটেশন দিতে ইডি দফতরে যাবে বলেও জানিয়েছে বিজেপি।

বিজেপির আরটিআই সেলের কনভেনার পৃথ্বীজয় দাস এই প্রসঙ্গে জানান, আরটিআই করে জানা গিয়েছে, শেষ ২ বছরে অর্থাৎ বিধায়ক হওয়ার পর বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছেন কুলতলীর বিধায়ক। নামে-বেনামে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন বলেই বিজেপির অভিযোগ। তাঁদের দাবি, গনেশ চন্দ্র মণ্ডলের সম্পত্তির তালিকায় রয়েছে ৪ টি ইটভাটা সহ আরও অনেক কিছু। সম্পত্তি রয়েছে নিউ দিঘা, ওডিশাতেও। তাঁর নামে ৩৯ খানা সম্পত্তির দলিল রয়েছে বলে দাবি বিজেপির। এমনকী বিধায়কের স্ত্রী ও সন্তানের নামেও সম্পত্তি রয়েছে বলে অভিযোগ।

বিজেপি নেতা বলেন, ‘এমনকী ব্যবসা করেন যে ২ বছরে এত সম্পত্তি। তদন্ত করলে বেরিয়ে আসবে। বিধানসভা এলাকা থেকে প্রচুর লোক আসবেন। সিবিআই ও ইডি দফতরে যাওয়া হবে, আয়কর দফতরেও জানানো হবে বিজেপির তরফে। পরবর্তীতে হাইকোর্টে মামলা করা হবে বলেও জানা গিয়েছে। আয়ের উৎস জানানোর দাবি জানাচ্ছে বিজেপি।