Lok Sabha Election 2024: লক্ষ্য চব্বিশ, জেলাশাসক-জেলা নির্বাচন অফিসারদের প্রশিক্ষণ কলকাতার পাঁচ তারা হোটেলে
Lok Sabha Election 2024: জেলাশাসক ছাড়াও থাকবেন অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন), ওসি (ইভিএম)। থাকবেন কমিশনের টেকনিক্যাল বিশেষজ্ঞরা। এই বৈঠকে থাকার কথা রয়েছে কমিশনের সচিব বিসি পাত্রের।
কলকাতা: পঞ্চায়েত-‘মহারণ’ সবে শেষ হয়েছে। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে পরবর্তী লোকসভা নির্বাচনের প্রস্তুতি। রাজ্যের শাসক-বিরোধী সব পক্ষরই পাখির চোখ চব্বিশের নির্বাচন। শুক্রবার কলকাতার একটি পাঁচ তারা হোটেলে জেলাশাসক তথা জেলা নির্বাচন অফিসারদের লোকসভার ভোটের জন্য প্রথম প্রশিক্ষণ। চলবে সারাদিন। সকাল দশটা থেকে শুরু হবে প্রশিক্ষণ। দুটি পর্বে ভাগ করা হয়েছে গোটা কার্যপ্রণালীকে। প্রথম পর্বে দেওয়া হবে প্রশিক্ষণ। তারপর দ্বিতীয়ার্ধে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক হবে।
জেলাশাসক ছাড়াও থাকবেন অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন), ওসি (ইভিএম)। থাকবেন কমিশনের টেকনিক্যাল বিশেষজ্ঞরা। এই বৈঠকে থাকার কথা রয়েছে কমিশনের সচিব বিসি পাত্রের। সূত্রের খবর, প্রথম পর্বে ইভিএম নিয়ে প্রশিক্ষণ হবে। আগামী ১ অগস্ট থেকে রাজ্যে ইভিএম এর এফএলসি শুরু হবে। সব মিলিয়ে ১২০ থেকে ১২৫ জন থাকবেন এই প্রশিক্ষণে।
সূত্রের খবর, ইতিমধ্যেই কমিশনের নির্দেশে ভোটার তালিকা সংশোধন নিয়ে জেলা স্তরে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। ভোটার তালিকা সংশোধনে ‘ইআরওনেট’ সফ্টওয়ারের ত্রুটিও সংশোধন করে ‘ইউজ়ার ফ্রেন্ডলি’ করা হয়েছে। আধিকারিকদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ।
মৃতদের নাম যাতে কোনওভাবেই ভোটার তালিকায় না আসে, সে দিকটা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে কমিশন। এই বিষয়ে আধিকারিকদেরও বিশেষ ভাবে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।