Bratya Basu: মোদীর গুণ গেয়ে করতে হবে নাটক, ব্রাত্যর বিস্ফোরক দাবিতে পাল্টা তোপ রুদ্র-বিভাসের
Bratya Basu: ব্রাত্যর দাবি, কেন্দ্রের তরফে রাজ্যের সবক'টি থিয়েটার দলকে একটি ছোট নাটিকা পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য, ওই ছোট নাটিকাটি 'প্রধানমন্ত্রীর মহিমাবাচক ও গুণকীর্তন করা'। তাঁর অভিযোগ, এই নাটকটি অভিনীত না হলে কেন্দ্রের পাঠানো মোটা অনুদান ও ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

কলকাতা: শিয়রে লোকসভা ভোট। নির্ঘণ্ট ঘোষণা না হলেও, ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলায়। আর এসবের মধ্যেই এবার কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য শুধু একজন রাজনীতিক নন, একইসঙ্গে তিনি একজন নাট্যকার, নাট্য নির্দেশক ও অভিনেতাও বটে। ব্রাত্যর দাবি, কেন্দ্রের তরফে রাজ্যের সবক’টি থিয়েটার দলকে একটি ছোট নাটিকা পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য, ওই ছোট নাটিকাটি ‘প্রধানমন্ত্রীর মহিমাবাচক ও গুণকীর্তন করা’। তাঁর অভিযোগ, এই নাটকটি অভিনীত না হলে কেন্দ্রের পাঠানো মোটা অনুদান ও ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ব্রাত্য বসু এই অভিযোগ তোলার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গ বিজেপির অন্যতম তারকা নেতা রুদ্রনীল ঘোষ। নাট্যকার ব্রাত্য বসুকে খোঁচা দিয়ে রুদ্র বলেন, ‘রাজ্য সরকার যখন নাট্য উৎসব বন্ধ করে দিল, তখন ব্রাত্য বসু চুপ ছিলেন। যখন নাট্যশিল্পীদের মারধর করা হয়, তখনও তিনি চুপ ছিলেন।’ রুদ্রনীলের প্রশ্ন, ‘ব্রাত্য বসু সংস্কৃতি নিয়ে চিন্তায় কবে থেকে পড়লেন, তা আমি জানি না।’ তবে যে অভিযোগ তোলা হচ্ছে, তা কার্যত ভিত্তিহীন বলেই দাবি রুদ্রর। বললেন, ‘পশ্চিমবঙ্গের যে নাট্যকর্মীরা রয়েছেন, তাঁরা ব্রাত্য বসুর জন্য বেড়ে ওঠেননি। পশ্চিমবঙ্গের নাট্য জগৎ শুধুমাত্র ব্রাত্য বসুর হাত ধরে বেড়ে উঠেছে, এমনও নয়। যে অভিযোগ তিনি তুলছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত ও প্ররোচনামূলক।’
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল এই অভিযোগের বিষয়টি নিয়ে। একটি নাটকের স্ক্রিপ্ট যে এসেছে, সে কথা মানলেও, তাঁর দাবি, ওই নাটক অভিনীত না হলে অনুদান বন্ধ হয়ে যাবে, এমন কোনও কথা লেখা নেই। তিনি নিজে সেই স্ক্রিপ্ট ইতিমধ্যেই পড়ে দেখেছেন। বিভাস চক্রবর্তীর দাবি, ওই নাটকের স্ক্রিপ্টে কোথাও প্রধানমন্ত্রীর গুণগান নেই।





