Amit Shah: ভোটবাংলায় শাহর নজরে রাঢ়বঙ্গ, কৌশল বৈঠকে দিলেন ‘মন্ত্রগুপ্তি’
Amit Shah: রবিবার রাতেই বাংলায় এসে পৌঁছন অমিত শাহ। যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই রাঢ়বঙ্গের নেতাদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কোনও প্রার্থী ছিলেন না। তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে ছিলেন বলেই খবর। ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে-সহ দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ব। ছিলেন ওই জ়োনের দায়িত্বপ্রাপ্ত নেতা, জেলার নেতারা।
কলকাতা: এবারের লোকসভা ভোটে বিজেপির পাখির চোখ রাঢ়বঙ্গ। বিজেপির সাংগঠনিক রাঢ়বঙ্গ জ়োনকে নিয়ে আলাদা করে ভাবছে দল। গত ভোটে যে আসনগুলি জিতেছে, সেই আসনগুলি তো ধরে রাখতে মরিয়াই। পাশাপাশি আরও নতুন আসন তালিকাবদ্ধ করতে জোর কদমে চলছে প্রচার। এরইমধ্যে রবিবার রাত থেকে দফায় দফায় বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার রাতেই বাংলায় এসে পৌঁছন অমিত শাহ। যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই রাঢ়বঙ্গের নেতাদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কোনও প্রার্থী ছিলেন না। সোমবার সকালেও আবার কৌশল বৈঠক করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার , কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে-সহ দায়িত্ব প্রাপ্ত নেতৃত্ব। ছিলেন ওই জ়োনের দায়িত্বপ্রাপ্ত নেতা, জেলার নেতারা।
সূত্রের খবর, বৈঠকে শাহ বার্তা দেন, গতবারের (২০১৯ সাল) জেতা আসন যেভাবেই হোক ধরে রাখতে হবে। নতুন আসন জেতার জন্যও ঝাঁপাতে হবে বলে বার্তা দেন তিনি। ওই জ়োনের সংগঠনের কোথায় কী খামতি রয়েছে, তার বিস্তারিত রিপোর্টও নেন শাহ। রাঢ়বঙ্গের বেশ কিছু আসনে ১৩ তারিখ অর্থাৎ চতুর্থ দফায় যেমন ভোট রয়েছে, একইভাবে ২৫ তারিখও ভোট রয়েছে। সমন্বয়ের উপর জোর দিয়ে পুরনো নতুন কর্মীদের সকলে মিলে লড়ার বার্তা দেন তিনি বলেই সূত্রের দাবি।