Joint Entrance Fee: ছাত্রীদের জন্য বড় ছাড় মমতা সরকারের, ঘোষণা ব্রাত্যর
Joint Entrance Exam: ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যা সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন। শিক্ষা দফতরের বিরুদ্ধে অনেক অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যে। এই উদ্যোগ কিছুটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা: ছাত্রীদের জন্য বড় ঘোষণা। সামনেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে শীঘ্রই। তার আগেই পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। রেজিস্ট্রেশনের জন্য কত টাকা ধার্য করা হয়েছে এবছর, সেই তালিকা প্রকাশ করা হল। মহিলা ও ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য ছাড়ের ঘোষণা করল শিক্ষা দফতর। ২৮ ডিসেম্বর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে এই রেজিস্ট্রেশন মূল্যের বিষয়ে জানিয়েছেন।
আগে জেনারেল বা সাধারণ ক্যাটাগরির জন্য রেজিস্ট্রেশন ফি ছিল ৫০০ টাকা, সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ৪০০ টাকা। এবার সেই ফি বাড়েনি। জেনারেল ও সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ওই একই রেজিস্ট্রেশন ফি আছে। তবে নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে, মহিলা ও ট্রানসজেন্ডারদের জন্য। তাঁদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে ৩০০ টাকা।
ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যা সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন। শিক্ষা দফতরের বিরুদ্ধে অনেক অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যে। এই উদ্যোগ কিছুটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
— Bratya Basu (@basu_bratya) December 26, 2023
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। পুরো প্রক্রিয়া অনলাইনেই করতে হবে বলে জানা গিয়েছে। মূলত রাজ্যের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করার জন্য প্রবেশিকা হিসেবে এই জয়েন্ট এন্ট্রান্স দিতে হয়। ২০২৪ সালে ২৮ এপ্রিল পরীক্ষা হতে পারে বলে জানা যাচ্ছে।