Rain Forecast in Bengal: বাংলার মাথায় নিম্নচাপের ভ্রকুটি, বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়

Rain Forecast in Bengal: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে কয়েক পসলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস হাওয়া অফিসের।

Rain Forecast in Bengal: বাংলার মাথায় নিম্নচাপের ভ্রকুটি, বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়
বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 7:30 PM

কলকাতা: ঘূর্ণাবর্ত যে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে, সে কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস (Weather Department)। সোমবারের আপডেটেই জানা গিয়েছিল ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। মৌসব ভবনের সেই পূর্বাভাস সত্যি করে ইতিমধ্যেই ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। তবে বাংলার উপকূলের অনেকটাই নিচে রয়েছে এই নিম্নচাপ। সে কারণেই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। 

হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই নিম্নচাপটি ওড়িশা থেকে ধীরে ধীরে ছত্তীসগঢ়ের দিকে পা বাড়াবে। ফলে খুব বেশি বৃষ্টি হবে না বাংলায়। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপের ফলে যে জলীয় বাষ্প আমাদের রাজ্যের উপর দিয়ে যাবে। ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ৮-৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বিশেষ বৃষ্টির পূর্বাভাস নেই। ২৪ ঘণ্টা পর থেকে খানিকটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা যাচ্ছে। বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হতে পারে রাতের দিকে। সে কারণেই দিনের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। আাগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। অন্যদিকে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৫ শতাংশের আশপাশে।