Maa Flyover: হাতের শিরা ছিঁড়ে ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্ত, রাস্তায় চাপ চাপ রক্তের দাগ, মা উড়ালপুলে বাইক চালকের ভয়ঙ্কর পরিস্থিতি
Maa Flyover: মঙ্গলবার বেলা একটা নাগাদ মা উড়ালপুলে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ওই বাইক চালক পার্কসার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। ক্রসিংয়ের আগে একটি গাড়ি ওই বাইক চালককে পিছন থেকে ধাক্কা মারেন।
কলকাতা: মা উড়ালপুলে ভয়াবহ বাইক দুর্ঘটনা। চালকের হাতে শিরা কেটে ফিনকি দিয়ে বের হচ্ছে রক্ত। অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। নাম বলার মতো পরিস্থিতিতে ছিলেন না ওই যুবক।
মঙ্গলবার বেলা একটা নাগাদ মা উড়ালপুলে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ওই বাইক চালক পার্কসার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। ক্রসিংয়ের আগে একটি গাড়ি ওই বাইক চালককে পিছন থেকে ধাক্কা মারেন। চাকা স্কিড করে বাইকের। বাইক থেকে ছিটকে পড়েন চালক। বাইকেরই হ্য়ান্ডেলের লেগে হাতের শিরা ছিঁড়ে যায় বাইক চালককের। মাথাতেও গুরুতর চোট লাগে তাঁর। হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে।
পথ চলতি অন্যান্য গাড়ির চালকরা তাঁকে উদ্ধার করেন। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ট্রাফিক পুলিশ। দ্রুত ওই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এখনও ওই যুবকের নাম পরিচয় জানতে পারেনি।
উড়ালপুলের ওপর পড়েছিল লাল রঙা বাইকটি। রাস্তায় তখন পড়ে চাপ চাপ রক্ত। বাইকটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, কোনও গাড়ি ধাক্কা মেরেছে, তা এখনও শণাক্ত করা যায়নি। বাইকের চাকা স্কিড করেছিল। রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখা হবে। ওই গাড়িটিকে শণাক্ত করার চেষ্টা চলছে। তবে আহত ব্যক্তি সুস্থ হলে, তাঁর থেকে তথ্য পাওয়া যাবে।