Madan Mitra: বাঁ কাঁধে সফল অস্ত্রোপচার মদন মিত্রের, কেমন আছেন কামারহাটির বিধায়ক?

Madan Mitra: প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খিঁচুনির জেরে পড়ে গিয়ে বাঁ কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের। শারীরিক অবস্থার অবনতি হ‌ওয়ায় উডবার্ন থেকে সিসিইউয়ে স্থানান্তরিত করা হয় তাঁকে। তখনই শোনা গিয়েছিল বুধবার অস্ত্রোপচারের কথা। ট্রমা কেয়ারে বাম কাঁধের অস্ত্রোপচারের কথা ছিল।

Madan Mitra: বাঁ কাঁধে সফল অস্ত্রোপচার মদন মিত্রের, কেমন আছেন কামারহাটির বিধায়ক?
এসএসকেএম-এ ভর্তি মদন মিত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 4:20 PM

কলকাতা: বিগত কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি রয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শোনা যাচ্ছিল অস্ত্রোপচারের কথা। অবশেষে বুধবার হয়ে গেল অপারেশন। সূত্রের খবর, বর্তমানে তাঁকে আইটিইউয়ে রাখা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খিঁচুনির জেরে পড়ে গিয়ে বাঁ কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের। শারীরিক অবস্থার অবনতি হ‌ওয়ায় উডবার্ন থেকে সিসিইউয়ে স্থানান্তরিত করা হয় তাঁকে। তখনই শোনা গিয়েছিল বুধবার অস্ত্রোপচারের কথা। ট্রমা কেয়ারে বাম কাঁধের অস্ত্রোপচারের কথা ছিল। শরীরটা বিগত কয়েক সপ্তাহ ধরে ভাল যাচ্ছিল না মদনের। এরইমধ্যে গত সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএমে। যদিও ওইদিন শারীরিক অসুস্থতার মধ্যেও বিধানসভায় গিয়েছিলেন মদন। যদিও পরবর্তীতে অসুস্থ অবস্থাতেই তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। যদিও হাসপাতালে ভর্তি থাকার সময়েও একাধিকবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে দেখা যায়।

কমেছিল শরীরে অক্সিজেনের মাত্রাও। সংজ্ঞাহীন হয়ে পড়েন। এদিকে মদনের অস্ত্রোপচারের দিনেই আচমকা এস‌এসকেএমে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্য। সূত্রের খবর, ঋতু বদলের কারণে বুকে অস্বস্তি বোধ করায় বক্ষরোগ বিভাগে আসেন মানিক। এরপর সটান এম‌এসভিপি’র কার্যালয়ে ঢুকে যান তিনি।