Mamata Banerjee: পার্থ ইস্যুর পর মমতার মন্ত্রিসভায় এবার বাবুল সুপ্রিয়? জোর জল্পনা
Mamata Banerjee: বেশ কিছু দিন ধরেই নতুন মন্ত্রীর তালিকায় দু'জনের নাম নিয়ে আলোচনা তুঙ্গে। একজন বাবুল সুপ্রিয়, অন্যজন তাপস রায়।
কলকাতা: ২৮ জুলাই ক্যাবিনেট বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী । তার কয়েক দিনের মধ্যেই ১ অগস্ট আবার মন্ত্রিসভার বৈঠক । এত দ্রুত ফের মন্ত্রিসভার বৈঠক ডাকায়, শুরু হয়েছে জল্পনা। তবে কি এবার বহু প্রতীক্ষিত রদ বদল? আর তার জন্যই তড়িঘড়ি বৈঠক ডাকা । জল্পনা তুঙ্গে। মন্ত্রিসভার রদ বদল ঘটাতে গেলে মন্ত্রীদের নাম রাজভবনে পাঠাতে হয় । যা এখনও পাঠানো হয়নি বলে সূত্রের খবর। কিন্তু তারপরও জল্পনা পিছু ছাড়ছে না ।
বেশ কিছু দিন ধরেই নতুন মন্ত্রীর তালিকায় দু’জনের নাম নিয়ে আলোচনা তুঙ্গে। একজন বাবুল সুপ্রিয়, অন্যজন তাপস রায়। সূত্রের খবর, বাবুলকে নাকি যোগদানের সময়ই দলের তরফে আশ্বস্ত করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে স্থান হবে তার। এমনই খবর রাজনৈতিক মহলের।
অন্যদিকে তাপস রায়কে মন্ত্রীত্ব ছাড়তে হয়েছিল উত্তর কলকাতার দলের সভাপতি হওয়ার কারণে । তাপস রায় এখন সভাপতি নন । তাই তার আবার মন্ত্রিসভায় স্থান হতে পারে বলে সূত্রের দাবি। বিশেষত পার্থ ইস্যুতে জলঘোলার পর পরিষদীয় মন্ত্রী হিসেবে তাপস রায়ের নাম বিশেষ শোনা যাচ্ছে।
পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী মন্ত্রী হিসেবে তাপস রায় ইতিমধ্যেই এই দফতরে কাজ করেছেন। বারাকপুর অঞ্চলে নির্বাচনে ভাল ফল করার ‘পুরস্কার’ হিসাবে মন্ত্রিসভায় আসার সম্ভাবনা রয়েছে পার্থ ভৌমিকেরও।
এদিকে, মন্ত্রিসভায় সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণের পর আসন ফাঁকা ছিল। এখন পার্থর শূন্যস্থান ও পূরণ করতে হবে। পাশাপাশি শোনা যাচ্ছে কয়লা খনি অঞ্চলের এক তাবড় মন্ত্রী তাঁর নিয়ন্ত্রণে থাকা একটি গুরুত্বপূর্ণ দফতর ছেড়ে দিতে চান ।
একই সঙ্গে কলকাতা বিমানবন্দর অঞ্চলের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর দফতর রদবদল হতে পারে বলে সূত্রের দাবি। এই রদবদলে অভিষেক ঘনিষ্ঠদের বিশেষ জায়গা মন্ত্রী সভায় হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের । পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তির দিকেও এই রদবদলে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে বলে মত রাজনৈতিক মহলের।