Mamata Banerjee on Partha: ‘দোষী প্রমাণিত হলে, যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড’, পার্থ ইস্যুতে অকপট মমতা

Mamata Banerjee: সোমবার বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মান প্রদান অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজস্ব অবস্থান স্পষ্ট করে দিলেন। বুঝিয়ে দিলেন, অন্যায় করলে কাউকে রেয়াত নয়।

Mamata Banerjee on Partha: 'দোষী প্রমাণিত হলে, যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড', পার্থ ইস্যুতে অকপট মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 11:42 PM

কলকাতা : গ্রেফতার হয়েছেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-ঘনিষ্ঠ (ইডির দাবি অনুযায়ী) অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২১ কোটি ৯০ লাখ টাকা। এরপর থেকেই তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েছিল। দলের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে, আদালত যদি কোনও তথ্য প্রমাণে সিলমোহর দেয়, তাহলেই ব্যবস্থা নেওয়া হবে দলের তরফে। তবে মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সরাসরি এতদিন মুখ খোলেননি। সোমবার বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মান প্রদান অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর নিজস্ব অবস্থান স্পষ্ট করে দিলেন। বুঝিয়ে দিলেন, অন্যায় করলে কাউকে রেয়াত নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “সত্যির বিচার হোক। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড।”

সোমবার বিকেলে মমতা বলেন, “যদি কেউ চোর হয়, ডাকাত হয়, তৃণমূল কংগ্রেস রেয়াত করে না। আমি নিজেদের ছেলেদের গ্রেফতার করিয়েছি। অন্যায় করলে আমি নিজের বিধায়ক, সাংসদ, মন্ত্রীদেরও রেয়াত করি না।” মমতা আরও বলেন, “যদি কেউ অন্যায় করে থাকেন, বিচারে প্রমাণিত হলে, তার দায়িত্ব তিনি নিজে নেবেন। কারণ, সরকার এর সঙ্গে যুক্ত নয় এবং পার্টির সঙ্গেও ওই মহিলার কোনও সম্পর্ক নেই। দল বা সরকারের সঙ্গে এর কোনওভাবেই যোগ নেই।”

এরপরই নিজের অবস্থান আরও স্পষ্ট করে দিয়ে মমতা বলেন, “যদি কেউ খারাপ কাজ করেন, বিচারে তাঁকে যতই চরম শাস্তি দিক না কেন, আমাদের কেউ এই বিষয়ে নাক গলাবে না। আমরা কোনওভাবেই পাশে দাঁড়াব না। আমি জীবনে যা করিনি, তা আমি করব না।” যদিও এই কথাগুলি বলার সময় পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি সংবাদমাধ্যমে নিজের নাম জড়ানো নিয়ে মমতা কড়া ভাষায় জানিয়ে দেন, “যাঁরা মিডিয়া ট্রায়ালের নামে বাড়াবাড়ি করছেন, তাঁদের কাছে অনুরোধ করব, দয়া করে আগুন নিয়ে খেলবেন না। যে অন্যায় করেছে, তাঁর বিরুদ্ধে আপনি যা পারেন করুন। আমার কোনও যায় আসে না। কিন্তু আমার গায়ে ছোঁয়ার চেষ্টা করবেন না।”