Mamata Banerjee: অমিত শাহকে ফোন করেছি, প্রমাণ হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব: মমতা

Mamata Banerjee: মঙ্গলবার সিঙ্গুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তৃণমূলের জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর অমিত শাহকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: অমিত শাহকে ফোন করেছি, প্রমাণ হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 4:17 PM

কলকাতা : জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর অমিত শাহকে ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী! মঙ্গলবার এমনই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তথ্য প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘বলা হয়েছে আমি অমিত শাহকে চার ফোন করেছি। যদি ফোন করার কথা প্রমাণ হয় তাহলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। আর যদি প্রমাণ হয়, তাঁরা মিথ্যা কথা বলেছেন। তাহলে যাঁরা করেছেন, তাঁরা নাকখত দেবেন? না পদত্যাগ করবেন?’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করার দাবি সম্পূর্ণ কার্যত খারিজ করে দিয়েছেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। কিন্তু আমার বিরুদ্ধে যেভাবে ভুল তথ্য় দিচ্ছে বিজেপি, তা ঠিক নয়। এভাবে দল চালানো যায় না।’

কী বলেছিলেন শুভেন্দু?

শুভেন্দু মঙ্গলবার সিঙ্গুরে গিয়ে বলেন, ‘এ রাজ্যের মুখ্যমন্ত্রী, অমিত শাহকে গুন্ডা বলেছেন। তাঁকে চারবার ফোন করে পা ধরেছেন।’ শুভেন্দুর দাবি, মমতা নাকি বলেছেন, ‘আমার রাষ্ট্রীয় তকমাটা রাখা যাবে না ২০২৪ পর্যন্ত?’ আর জবাব অমিত শাহ বলেছেন, ‘না রাখা যাবে না, আপনি তো ভোট পাননি। নির্বাচন কমিশন নিয়মে চলে। আপনি নিয়মের বাইরে গিয়েছেন, তাই আপনি আর সর্বভারতীয় নন।’

শুভেন্দুর এই দাবির বিরোধিতা আগেই করা হয়েছিল তৃণমূলের তরফে। আর বুধবার সেই বিষয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁকে আক্রমণ করেন মমতা। সেই সঙ্গে মমতা সাফ জানান, জাতীয় দলই থাকবে তৃণমূল। এই স্বীকৃতি অনেক লড়াই করে পেতে হয়েছে বলেও উল্লেখে করেন তিনি।

মমতা এদিন আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী-সুলভ আচরণ নেই বলেও মন্তব্য করেন তিনি।