Mamata Banerjee injured: ‘পুরো মরেই যেতাম…’, কীভাবে আঘাত লাগল, বর্ণনা দিলেন মমতা

Mamata Banerjee injured: এর আগে একাধিকবার পায়ে আঘাত লেগেছে তাঁর। আর এবার আঘাত লাগল মাথায়। বর্ধমানের সভা সেরে ফেরার পথে আঘাত লাগে তাঁর কপালে। সেখান থেকে ফিরে সাংবদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে। মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 7:00 PM

কলকাতা: গলি দিয়ে বেরচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সামনে প্রবল গতিতে ছুটে গেল একটি গাড়ি। আর একটু হলেই ধাক্কা লাগত। কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়ির চালক সঙ্গে সঙ্গে ব্রেক কষেন…। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব বর্ধমানে সভা সেরে ফেরার পথে মাথায় আঘাত পান মমতা। আঘাত নিয়েই বিকেলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। রাজভবন থেকে বেরিয়ে মমতা জানান, দুর্ঘটনার ভয়াবহতা ঠিক কেমন ছিল। কতটা আঘাত লাগতে পারত, সে কথাই জানিয়েছেন তিনি।

উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরনোর পর মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, কীভাবে আঘাত পেলেন তিনি? কীভাবে ঘটল দুর্ঘটনা?

উত্তরে মমতা বলেন, “জানি না ঠিক কী হল। আমরা একটা গলি দিয়ে বেরচ্ছি। সামনে একটা গাড়ি প্রায় ২০০ স্পিডে যাচ্ছে। পুরো মরেই যেতাম। যে ড্রাইভার ছিল, ও সঙ্গে সঙ্গে ব্রেক কষে। তখন ড্যাশবোর্ডটা আমার মাথায় এসে লাগে। রক্তও বেরিয়েছিল। তাই নিয়ে কাজ করে গেলাম।”

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, গাড়ির কাচটা খোলা ছিল তাঁর। জনসংযোগের জন্যই কাচ খোলা রেখেছিলেন তিনি। মমতা বলেন, “যদি কাচটা বন্ধ থাকত তাহলে কাচ-ড্যাশবোর্ড সব শুদ্ধ আমার সারা শরীরের ওপর পড়ত। মানুষের আশীর্বাদে বেঁচেছি।” শরীর যে খুব একটা ভাল নেই সে কথাও জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “আমার মাথা টনটন করছে। গা বমি বমি করছে। তাই বাড়ি চলে যাচ্ছি।”