Mamata Banerjee on 21st July: ২১-এর আগে ভিডিয়ো বার্তা, সব রাজনৈতিক দলকে আহ্বান জানালেন মমতা
Mamata Banerjee on 21st July: ২১ জুলাই উপলক্ষে ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন প্রচুর তৃণমূল নেতা-কর্মী। প্রত্যেকের প্রতি বার্তা দিলেন তৃণমূল নেত্রী।
তৃণমূলের ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিয়ো বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই দিনটিকে ঘিরে তৃণমূলের আবেগ ঠিক কতটা। প্রতি বছর এই মঞ্চ থেকে শহিদদের তর্পণ করার কথাও উল্লেখ করেছেন তিনি। তৃণমূল নেত্রী উল্লেখ করেন, প্রতি বছর এই সময়টায় আবহাওয়া খারাপ থাকে, ঝড়-বৃষ্টি হয়। তা সত্ত্বে লক্ষ লক্ষ মানুষ নিজেদের চেষ্টায় কলকাতায় আসেন।
যে সব নেতা-কর্মীরা জেলা থেকে আসছেন, তাঁদের উদ্দেশে মমতা বলেন, সবাইকে বলব প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। গাড়িতে যাঁরা আসবেন তাঁরা তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না। কোনও দুর্ঘটনা যেন না ঘটে৷ যাঁরা আসছেন, তাঁদের সাহায্য করার জন্য জেলা প্রশাসনগুলিকে তৎপর হতে বলেছেন মমতা।
এ ছাড়া ২১ জুলাই-এর আবেগের কথা উল্লেখ করে মমতা বলেন, ‘সব রাজনৈতিক দল, প্রশাসন, সবাইকে আবেদন করছি আসুন। সব ক্ষেত্রের মানুষকে বলছি আসুন, এসে প্রত্যক্ষ করুন ২১ জুলাই।’ তাঁর কথায়, ‘২১ মানেই আন্দোলন, ২১ মানেই ভাষা, ২১ মানেই দিশা।’
এ দিকে, ২১-এর আগে সাজো সাজো রব শহরে। কলকাতার বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। নেতা-মন্ত্রীরা প্রস্তুতি দেখে আসছেন ধর্মতলায় গিয়ে। মঙ্গলবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পর বুধবার সকালে মূল মঞ্চের কাছে ঘুরে এলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, এবার রেকর্ড জনসমাগম হবে ২১ জুলাই। বিগত সব বছরের রেকর্ড ছাপিয়ে যাবে বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও জানান, কলকাতায় যা ব্যবস্থা করা হয়েছিল তার চেয়েও বেশি লোক আসছেন। তাই দলনেত্রীর নির্দেশে আরও কমিউনিটি সেন্টার খুলে দিয়ে থাকার ব্যবস্থা করা হচ্ছে।