Mamata Banerjee: ওয়াকফ নিয়ে কথা বলতেই ভরা বিধানসভায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে ‘ধমক’ মমতার
Mamata Banerjee: বিধানসভায় এদিন বক্তব্য রাখার সময়ে ডেবরায় বিধায়ক বলেন, "আমার মনে হয় ওয়াকফ বিলের বিরোধিতা করে কংগ্রেসসহ সমস্ত ছোট বিরোধী দলগুলিকে সঙ্গে নিয়ে চলা উচিত তৃণমূলের।" তখনই মুখ্যমন্ত্রীকে তাঁর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকাতে দেখা যায়।
![Mamata Banerjee: ওয়াকফ নিয়ে কথা বলতেই ভরা বিধানসভায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে 'ধমক' মমতার Mamata Banerjee: ওয়াকফ নিয়ে কথা বলতেই ভরা বিধানসভায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে 'ধমক' মমতার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/11/Mamata-Humayun-Debra-.jpg?w=1280)
কলকাতা: ওয়াকফ ইস্যুতে কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলুক দল। বিধানসভায় দাঁড়িয়ে এই প্রস্তাব দেওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের মুখে ডেবরায় বিধায়ক হুমায়ুন কবীর। মমতা কার্যত ধমকের সুরে বলেন, “আজকের আলোচনা ওয়াকফ নিয়ে না। এটা রাজনৈতিক দলের সিদ্ধান্তের ব্যাপার। ওয়াকফ বিলের বিরোধিতায় আমরাই লিড করছি। ”
প্রসঙ্গত, বিধানসভায় এদিন বক্তব্য রাখার সময়ে ডেবরায় বিধায়ক বলেন, “আমার মনে হয় ওয়াকফ বিলের বিরোধিতা করে কংগ্রেসসহ সমস্ত ছোট বিরোধী দলগুলিকে সঙ্গে নিয়ে চলা উচিত তৃণমূলের।” তখনই মুখ্যমন্ত্রীকে তাঁর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকাতে দেখা যায়।
এদিন ওয়াকফ বিলের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “কেন্দ্র যে আইন এনেছে, তা লাঘু হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হবে। আমি মনে করি রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল কারণ রাজ্যেও ওয়াকফ সম্পত্তি আছে। আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি।” তিনি সংবাদ মাধ্য়ম থেকেই বিষয়টি দেখেছেন বলে দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার একটা জাস্ট একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে আপনাদের আপত্তি থাকলে জানতে পারেন। কিন্তু আমাদের সঙ্গে কিছু আলোচনা হয়নি।” এক্ষেত্রে রাজ্যের বক্তব্য, ওয়াকফ সংশোধনী বিল পাশ হলে মুসলিমরা তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন।
প্রসঙ্গত, বুধবার সংসদে তৃণমূলের কংগ্রেসের পৃথক সংসদীয় বৈঠক ছিল। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, ‘তৃণমূল কংগ্রেসের রবার স্ট্যাম্প হয়ে থাকবে না। ‘
![সাধুরা-সন্ন্যাসীরা কেন চুল কাটেন না? কারণ জানলে অবাক হবেন সাধুরা-সন্ন্যাসীরা কেন চুল কাটেন না? কারণ জানলে অবাক হবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Maha-Kumbh-Mela-1.jpg?w=670&ar=16:9)
![সারা জীবনে কতবার আধার কার্ডে থাকা ভুল তথ্য পরিবর্তন করা যায়? সারা জীবনে কতবার আধার কার্ডে থাকা ভুল তথ্য পরিবর্তন করা যায়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Untitled-design-1-4.jpg?w=670&ar=16:9)
![জীবনে খারাপ সময় আসছে বুঝবেন কীভাবে? নিম করোলি বাবা বলেছেন... জীবনে খারাপ সময় আসছে বুঝবেন কীভাবে? নিম করোলি বাবা বলেছেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Neem-Karoli-Baba-had-said-that-these-signs-are-seen-before-bad-time-come-into-someones-life.jpg?w=670&ar=16:9)
![বিবেকান্দের ৭ বাণী, যা সম্পূর্ণ বদলে দিতে পারে আপনার জীবন বিবেকান্দের ৭ বাণী, যা সম্পূর্ণ বদলে দিতে পারে আপনার জীবন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Vivekananada.jpg?w=670&ar=16:9)
![দিল্লি-মুম্বই নয়, এই রাজ্যই সবথেকে বেশি কন্ডোম কেনে দিল্লি-মুম্বই নয়, এই রাজ্যই সবথেকে বেশি কন্ডোম কেনে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Condom-Order-.jpg?w=670&ar=16:9)
![সাবধান, স্নানের পর এই ৫ কাজ করলে পথে বসতে হতে পারে সাবধান, স্নানের পর এই ৫ কাজ করলে পথে বসতে হতে পারে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/After-taking-bath-dont-do-these-5-mistakes-then-poverty-can-affect-your-home.jpg?w=670&ar=16:9)