Mamata Banerjee: ‘শেয়ার বাজারে বিরাট স্ক্যাম হয়ে গিয়েছে’, রাহুলের পর এবার মমতাও

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "সাট্টা বাজার, শেয়ার বাজারে বিরাট স্ক্যাম হয়ে গিয়েছে। কখনও ভোট ঘোষণার আগেই ভোট ঘোষণা হয়ে গিয়েছে। আবার কখনও ফল ঘোষণার আগেই ফল ঘোষণা হয়ে গিয়েছে। বিগ ক্রাইম এটা। আমরা আইনের পথে যেতে পারি কি না ভাবছি।"

Mamata Banerjee: 'শেয়ার বাজারে বিরাট স্ক্যাম হয়ে গিয়েছে', রাহুলের পর এবার মমতাও
মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2024 | 7:37 PM

কলকাতা: ভোটের ফলাফলের সঙ্গে শেয়ার মার্কেটের উত্থান-পতনের সম্পর্ককে শেয়ার বাজারের সবথেকে বড় কেলেঙ্কারি বলে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই একই অভিযোগের সুর। শনিবার কালীঘাটে তৃণমূলের নবনির্বাচিত সাংসদ, দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর মুখে একাধিকবার শোনা গিয়েছে, শেয়ার বাজার ও ‘স্ক্যাম’-এর কথা। বলেন, “শেয়ার বাজারে বিরাট স্ক্যাম হয়ে গিয়েছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “সাট্টা বাজার, শেয়ার বাজারে বিরাট স্ক্যাম হয়ে গিয়েছে। বিগ ক্রাইম এটা। আমরা আইনের পথে যেতে পারি কি না ভাবছি।” ৪ জুন ভোটের ফল প্রকাশ হয়। ৬ জুন রাহুল গান্ধী তথ্য তুলে ধরে বলেছিলেন, ৩০ মে ও ৩১ মে স্টক মার্কেটে তার আগের দিনগুলির তুলনায় প্রায় দ্বিগুণ লগ্নি এসেছিল। রাহুল দাবি করেছিলেন, স্টক মার্কেটে কারসাজি চলেছে। দাবি করেছিলেন, “এটা ভারতের স্টক মার্কেটের সবথেকে বড় কেলেঙ্কারি।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেনে, “দ্রব্যমূল্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে। শেয়ার কীভাবে এত বেড়ে গেল যে একদিনে এত কিছু হল, এত টাকার মার্কেটিং হল? কে কে যুক্ত? শেয়ার বাজার আমি বুঝি না, তবে কাগজে দেখে বুঝেছি ডাল মে কুছ কালা হ্যয়। ভোটের দিন, গণনার দিন, গণনার আগের দিন যা যা হয়েছে টোটাল স্ক্যাম। বড় দুর্নীতি হয়েছে। তদন্ত হওয়া দরকার।”