Sukanta Majumdar: ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা দিয়ে তুই বাঁচা’, সুকান্তর মাথায় ঘুরছে রবি ঠাকুর

Bengal BJP: একদিকে যখন দিলীপ ঘোষ প্রকাশ্যে এমন একের পর এক মন্তব্য করছেন, তখন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা দাবি করছেন, রাজ্য বিজেপিতে নবীন-প্রবীণ কোনও দ্বন্দ্ব নেই।

Sukanta Majumdar: 'ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা দিয়ে তুই বাঁচা', সুকান্তর মাথায় ঘুরছে রবি ঠাকুর
দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2024 | 7:33 PM

কলকাতা ও নয়া দিল্লি: ভোটে পরাস্ত হওয়ার পর থেকেই একের পর এক বোমা ফাটাচ্ছেন দিলীপ ঘোষ। শনিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ওল্ড ইজ গোল্ড। দলের পুরনো কর্মীদের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন বার বার। আজও বলেছেন, পুরনোদের গুরুত্ব দেওয়া হয়নি বলেই হয়ত রেজাল্ট খারাপ হয়েছে। একদিকে যখন দিলীপ ঘোষ প্রকাশ্যে এমন একের পর এক মন্তব্য করছেন, তখন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা দাবি করছেন, রাজ্য বিজেপিতে নবীন-প্রবীণ কোনও দ্বন্দ্ব নেই।

দিলীপ ঘোষের এই ‘ওল্ড ইজ গোল্ড’ তত্ত্ব নিয়েও প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতিকে। এই বিতর্ক নিয়ে অবশ্য সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি সুকান্ত। তবে প্রয়োজনকালে যে নবীনদেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে, সেটা বোঝাতে রবীন্দ্রনাথের ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা’ কবিতার অংশ উদ্ধৃত করেন তিনি। দিলীপ-প্রশ্নে বঙ্গ বিজেপির সভাপতি বলেন, ‘আমার কিছু বলার নেই। রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা.. আধমরাদের ঘা দিয়ে তুই বাঁচা।’ তাঁর আরও সংযোজন, ‘আমাদের মধ্যে নবীন-প্রবীণ কোনও দ্বন্দ্ব নেই।’

উল্লেখ্য, লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে বার বার মুখ খুলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। যা বিজেপির রাজ্য নেতৃত্বের জন্য বেশ অস্বস্তির কারণ হয়ে উঠছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এমনকী দিলীপ ঘোষের আসন বদলের সময়েও তাঁর আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে দিলীপের। প্রকাশ্যে এসব মন্তব্যের কারণে কি দিলীপবাবুর বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেবে? সেই নিয়েও প্রশ্ন করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। যদিও সেই প্রশ্নও এড়িয়ে গিয়ে বঙ্গ বিজেপির সভাপতির বক্তব্য, ‘সে বিষয়ে দল ঠিক করবে।’