Weather Update: আকাশের তো মুখ ভার, কলকাতায় বর্ষার জন্য আর কতদিনের অপেক্ষা?
Weather Update: উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই আলাদা। সেখানে চলছে বৃষ্টিতে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
কলকাতা: দেশের মাটিতে বর্ষার পা পড়লেও এখনও সেইভাবে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে পরিস্থিতি বদলাতে আরও এক সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে। তবে বিগত কয়েকদিন ধরেই রাজ্যের নানা প্রান্তে বিক্ষিপ্তিভাবে বৃষ্টির ছবি দেখা গিয়েছে। মুখভার থেকেছে কলকাতার আকাশেরও। এদিন আবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে বিগত দু’দিন ধরে আবার বেশ ভালই গরমের দাপট চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপপ্রবাহের পরিস্থিতি বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে এই জেলাগুলিতে। তবে বাকি জেলাগুলিতেও গরমের সঙ্গেই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
তবে উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই আলাদা। সেখানে চলছে বৃষ্টিতে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরেও। তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর পা পড়তে পারে কলকাতায়।