Mamata Banerjee: আজ করেনি মানে কালও যে ইন্ডিয়া জোট…, সরকার গঠন নিয়ে মমতার কথায় বড় ইঙ্গিত

Mamata Banerjee: এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, "নতুন সরকার আল্টিমেটলি ইন্ডিয়ারই হবে। যে কটা দিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতদূর সন্তুষ্ট রাখতে পারছে। এদিন এনডিএ সরকারকে 'গরবর গভর্নমেন্ট' বলেও খোঁচা দেন মমতা। 

Mamata Banerjee: আজ করেনি মানে কালও যে ইন্ডিয়া জোট..., সরকার গঠন নিয়ে মমতার কথায় বড় ইঙ্গিত
মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2024 | 8:15 PM

কলকাতা: এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শনিবার কালীঘাটে তৃণমূলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তৃণমূল সুপ্রিমো বলেন, সমস্ত দিকে নজর রাখছেন তিনি। জানান, এনডিএ সরকার বেশিদিন স্থায়ী হবে না। বলেন, আজ করেনি বলে, কাল যে ইন্ডিয়া সরকার গঠনের দাবি জানাবে না এমনটা নয়। মমতার কথায়, “নতুন সরকার আল্টিমেটলি ইন্ডিয়ারই হবে। আমরা অপেক্ষা করছি আর পরিস্থিতির দিকে নজর রাখছি। দেশ পরিবর্তন চাইছে। মোদীকে কেউ চায় না।”

এনডিএ জোটের এবার সরকার গঠনের পালা। আগামিকাল রবিবার নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান। তবে এনডিএ জোটে এবার প্রথম থেকেই শরিকদের দাবিদাওয়া নিয়ে নানা কথা সামনে আসছে। বিশেষ করে তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেড নেতা নীতীশ কুমারের নানা দাবির কথাই সামনে আসছে।

এই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, “নতুন সরকার আল্টিমেটলি ইন্ডিয়ারই হবে। যে কটা দিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতদূর সন্তুষ্ট রাখতে পারছে। এদিন এনডিএ সরকারকে ‘গরবর গভর্নমেন্ট’ বলেও খোঁচা দেন মমতা।

যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায় আশায় থাকতেই পারেন। তবে খোঁজ নিয়ে দেখুন উনি হয়ত আম, সন্দেশও পাঠিয়েছেন।”