Mamata Congratulates Droupadi: নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছাবার্তা মমতার, ‘দিদি’ বলে ডাক দ্রৌপদীর
Mamata Congratulates Droupadi: টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে মমতাকে ‘দিদি’ বলেও সম্মোধন করলেন।
নয়া দিল্লি: অপেক্ষার অবসান। এসেছে প্রত্যাশিত জয়। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য, দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) অভিনন্দন জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইটে মমতা লেখেন, ‘আমি দ্রৌপদী মুর্মুকে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানাই।’ পাল্টা টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। একইসঙ্গে মমতাকে ‘দিদি’ বলেও সম্মোধন করলেন। একইসঙ্গে শুভেচ্ছা বার্তা জানাতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
তবে এদিন দ্রৌপদী মমতাকে টুইটারে ধন্যবাদ জানানোর পর মমতাও পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অন্যদিকে মোদী শুভেচ্ছা বার্তা জানিয়ে লেখেন, ‘শ্রীমতী দ্রৌপদী মুর্মু একজন অসামান্য বিধায়ক। তিনি মন্ত্রী হিসাবেও অসামান্য কাজ করেছেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবেও ভাল কাজ করেছেন। আমি নিশ্চিত তিনি একজন অসামান্য রাষ্ট্রপতি হিসাবে দেশের জন্য কাজ করবেন। ভারতের উন্নতির গতিপথকে আরও শক্তিশালী করবেন। একইসঙ্গে শুভেচ্ছা জানাতে দেখা যায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে।
ওম বিড়লা বসেন, ‘জনগণের আশা-আকাঙ্খাকে তুলে ধরার ক্ষেত্রে দ্রৌপদী মুর্মুর কাজের কোনও তুলনা হয় না। আমরা আশা রাখছি নতুন ভারত গঠনে আপনার নেতৃত্ব বড় আবদান রাখবে।’ টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। দ্রৌপদীর জয়ে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘আদিবাসী সমাজের একজন মহিলা রাষ্ট্রপতির আসনে বসা দেশের জন্য সোনালী মুহুর্ত। আমি নিশ্চিত প্রশাসনিক থেকে শুরু করে সামাজিক কাজে দ্রৌপদী মুর্মুর অভিজ্ঞতা-দক্ষতা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’