‘মমতা পুত্রস্নেহে বুকে টেনে নেবেন,’ ‘অসন্তুষ্ট’ সৌমিত্রকে তৃণমূলে আহ্বান সুজাতার
Sujata Mandal And Soumitra Khan: ২০২৪ সালের লোকসভা ভোটে বাঙালিকে প্রধানমন্ত্রী করতে সৌমিত্রকে সহযোদ্ধা হওয়ার ডাক দিলেন সুজাতা।
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের দিনই বোমা ফাটালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ফেসবুকে ঘোষণা করে যুব মোর্চার পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর ফেসবুক লাইভে এসে শুভেন্দু থেকে দিলীপ ঘোষকে নিশানা করে তাঁর মন্তব্য, এভাবে বঙ্গ বিজেপি কিছু করতে পারবে না। এই যখন পরিস্থিতি তখন ফের স্বামীকে তৃণমূলে আহ্বান করলেন সুজাতা (Sujata Mandal)। বললেন আত্মসম্মান থাকলে এখনও সময় আছে, চলে আসুন সৌমিত্র।
এদিন শুভেন্দু অবশ্য সৌমিত্রের আক্রমণ গায়ে মাখেননি। ‘ছোট ভাই’র আক্রমণ ‘সিরিয়াসলি’ নেননি তিনি। তবে সৌমিত্রের পর শুভেন্দুকে চাঁচাছোলা আক্রমণ করেছেন সুজাতাও। তৃণমূল নেত্রীর কথায়, “মনে হচ্ছে শুভেন্দুবাবু বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য হয়ে গিয়েছেন। অথচ উনি তো গিয়েছেন নারদা কাণ্ড আর জেলে যাওয়া থেকে বাঁচতে। যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল ওনাকে শুভেন্দু অধিকরী বানিয়েছে, তাঁদের সঙ্গে গদ্দারি করে, অশ্লীল গালিগালাজ করে বিজেপিতে গিয়েছেন।” সুজাতা আরও যোগ করেন, ‘দলটা ফ্যাক্টর নয়, আত্মজাহির করাই ওনার কাছে প্রধান।’
‘১৯-এর লোকসভা ভোটে স্বামীর হয়ে প্রচারে বিষ্ণুপুর চষে ফেলেছিলেন সুজাতা। সেই সুজাতা বিজেপিতে জায়গা পাচ্ছেন না বলে একুশের ভোটের আগে তৃণমূলে যোগদান করেন। তখন থেকেই তিনি ইঙ্গিত দিয়েছেন সৌমিত্রও ঘরওয়াপসি করবেন। কিন্তু তা তো হয়ইনি। বরং সাংবাদিক বৈঠকত করে সুজাতাকে ডিভোর্স দিচ্ছেন বলে জানান সৌমিত্র। একুশের ভোটের পরও তাঁর দলবদলের সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হলে সৌমিত্র বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে এলে তিনি তৃণমূলে যোগ দেবেন।
এদিন অবশ্য ফের বিজেপি সাংসদকে তৃণমূলে ফিরে আসতে আহ্বান করেছেন সুজাতা। তাঁর কথায়, “আগে থেকে বিজেপির দুর্দিনে দলটা যাঁরা করে এসেছেন, যাঁদের আত্মসম্মান বোধ আছে, নিজেদের দক্ষতা আছে, যাঁরা প্রমাণ দিয়েছেন দক্ষতার, তাঁদের পক্ষে আর ওই দলটা করা সম্ভব নয়।”
পরক্ষণে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের উদ্দেশে সুজাতার মন্তব্য, “ওনার যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলে নিশ্চয়ই ওনার তৃণমূল কংগ্রেস, পুরনো দলে ফিরে আসা উচিত।” একুশের ভোটের তৃণমূল প্রার্থীর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে উনি এ দলে চলে আসুন। মমতা পুত্রস্নেহে তাঁকে নিশ্চয়ই আগলে নেবেন বুকে। এবং ভ্রাতৃপ্রতিম অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোদ্ধা হিসাবে টেনে নেবেন।”
আরও পড়ুন: ‘ওঁ আমার ভাই, ওঁর বাড়িতে খাই’, সৌমিত্রর আক্রমণকে ‘সিরিয়াসলি’ নিলেন না শুভেন্দু
২০২৪ সালের লোকসভা ভোটে বাঙালিকে প্রধানমন্ত্রী করতে সৌমিত্রকে সহযোদ্ধা হওয়ার ডাক দিলেন সুজাতা। একথায় তিনি কর্ণপাত করেন কিনা তা অবশ্য সময়ই বলবে। কথায় আছে, সম্ভাবনার নাম রাজনীতি।