Kolkata Metro: রবীন্দ্র সদনে লাইনে ঝাঁপ ব্যক্তির, অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা

Kolkata Metro Suicide case: সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সকাল ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ। ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন মেট্রো কর্মী ও আরপিএফ। আপাতত, দক্ষিণেশ্বমুখী আপ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে এই মুহূর্ত। এ দিকে, অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

Kolkata Metro: রবীন্দ্র সদনে লাইনে ঝাঁপ ব্যক্তির, অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা
সাময়িক বিঘ্নিত মেট্রো পরিষেবাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 9:43 AM

কলকাতা: সাত সকালে বন্ধ মেট্রো। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের আপ লাইনে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। এই মুহূর্তে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এ দিকে, অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। একে বৃষ্টির আবহাওয়া। তারপর এইভাবে মেট্রো চলাচল বন্ধ হওয়ায় কী করবেন ভেবে কুল কিনারা করতে পারছেন না অনেকে।

এ দিন আত্মহত্যার ঘটনা ঘটার পরই সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো। তবে ঘোষণা হয়ে যাওয়ার বেশ কিছু সময় পর আপৎকালীন দরজা খোলে। দ্রুত যাত্রীদের নামিয়ে মেট্রো খালি করে দেওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন মেট্রো কর্মী ও আরপিএফ। মেট্রোরেল সূত্রে খবর, এ দিন আত্মহত্যার ঘটনা ঘটার পরই সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো। তবে ঘোষণা হয়ে যাওয়ার বেশ কিছু সময় পর আপৎকালীন দরজা খোলে। দ্রুত যাত্রীদের নামিয়ে মেট্রো খালি করে দেওয়া হয়। মেট্রোরেল সূত্রে খবর, আপাতত নিউগড়িয়া বা কবি সুভাষ থেকে টলিগঞ্জ বা উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা সচল করা গিয়েছে। তবে সাময়িক বন্ধ রয়েছে রবীন্দ্র সরোবর থেকে চাঁদনি চক পর্যন্ত মেট্রো।

পাওয়ার ব্লক অর্থাৎ বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন করে রবীন্দ্র সদন স্টেশনের দুর্ঘটনার অংশে কাজ চলছে। তবে যে ব্যক্তি ঝাঁপ দিয়েছিলেন তিনি উদ্ধার হয়েছেন কি না তা এখনও জানা যায়নি।