State-Centre Meeting: রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে হবে সচিবস্তরের বৈঠক
রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রীর দফতর। নবান্ন সূত্রে খবর, দিল্লিতে এই বৈঠক হতে চলেছে ২৩ জানুয়ারি। কেন্দ্র ও রাজ্য স্তরে সচিব স্তরে তৈরি কমিটি এই বৈঠক করবে বলে জানা গিয়েছে। যে সব দফতরের বরাদ্দ আটকে রয়েছে সেই সব দফতরের সচিবদের নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে।
কলকাতা: বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই অভিযোগ গত কয়েক মাস ধরে প্রায়শই করে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই নিয়ে দিল্লিতে ধরনাও দিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল। রাজ্যের বকেয়া নিয়ে আলোচনার জন্য এ বার বৈঠক হবে প্রধানমন্ত্রীর দফতরে। এমনই জানা গিয়েছে নবান্ন সূত্রে। নয়াদিল্লি আগামী ২৩ জানুয়ারি এই বৈঠক হওয়ার কথা। তবে এই বৈঠক হবে সচিব স্তরে। যে সব দফতরের প্রকল্পের টাকা আটকে রয়েছে, সেই সব দফতরের সচিবদের বৈঠকে উপস্থিত থাকার কথা। এই বৈঠকের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সচিবদের নিয়ে একটি কমিটি তৈরি হয়েছে।
রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রীর দফতর। নবান্ন সূত্রে খবর, দিল্লিতে এই বৈঠক হতে চলেছে ২৩ জানুয়ারি। কেন্দ্র ও রাজ্য স্তরে সচিব স্তরে তৈরি কমিটি এই বৈঠক করবে বলে জানা গিয়েছে। যে সব দফতরের বরাদ্দ আটকে রয়েছে সেই সব দফতরের সচিবদের নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে।
সূত্রের খবর ওই বৈঠকে ৬টি দফতরের সচিবের উপস্থিত থাকার কথা। এখনও পর্যন্ত ঠিক আছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের সচিব পি উলগানাথান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব নারায়ণ স্বরূপ, পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদ, শিক্ষা দফতরের সচিব মণীশ জৈন ওই বৈঠকে যোগ দেবেন। তবে রাজ্যের তরফে আর কারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন এবং কেন্দ্রের তরফে কোন কোন সচিব উপস্থিত থাকবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।