Mid Day Meal: রাজ্যে মিড মিল তদন্তের শেষ দিনে বিকাশভবনে রিপোর্ট পেশের সম্ভাবনা

Mid Day Meal: প্রসঙ্গত, রবিবার রাজ্যে এসেছিল কেন্দ্রীয় টিম। নেতৃত্বে ছিলেন জিবি পন্ত বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অনুরাধা দত্ত।

Mid Day Meal: রাজ্যে মিড মিল তদন্তের শেষ দিনে বিকাশভবনে রিপোর্ট পেশের সম্ভাবনা
মিড ডে মিল তদন্তে শেষ দিন
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2023 | 10:38 AM

কলকাতা: রাজ্যে মিড মিল তদন্তের আজ শেষ দিন। দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘুরেছে এই দল। সোমবার বিকাশভবনে প্রাথমিক রিপোর্ট পেশ করতে পারে এই দল। পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়বে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে। রাজ্যে মিডডে মিল নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে। কেন্দ্রীয় পোষণ প্রকল্পে মিড ডে মিল ঠিকঠাক ভাবে শিশুরা পাচ্ছে কিনা, তা খতিয়ে দেখে তদন্তকারী দল। জেলার গ্রামীণ স্কুলগুলিতে রান্না, খাওয়ার পরিকাঠামো ঠিক আছে তাও দেখে দল। প্রসঙ্গত, রবিবার রাজ্যে এসেছিল কেন্দ্রীয় টিম। নেতৃত্বে ছিলেন জিবি পন্ত বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অনুরাধা দত্ত। ছিলেন শ্বেতা সুরি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিদর্শন করেন তাঁরা। শিক্ষক-শিক্ষিকা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে কথা বলেন।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ঘুরে স্কুলের রান্না ঘরেও ঘুরে দেখে কেন্দ্রীয় টিম। ঘুরে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি। ব্যবহৃত রান্নার সরঞ্জাম খতিয়ে দেখেন তাঁরা। রান্না ঘরের ভিতরে গিয়ে জানতে চান:

১)এই রান্না ঘর কবে তৈরি হয়েছে? ২) রান্নার জন্য কত জন আছেন? ৩) কী কী রান্না হয়? ৪)কী তেল ব্যবহার হয় রান্নার জন্য? ৫) রান্নার জল কোথা থেকে আনা হয়? ৬) রান্নার কাজে কি ধরনের মশলা ব্যবহার হয়? এই সময়ে তাঁরা মশলা হাতে নিয়ে দেখেন। ৭) কী ধরনের চাল ব্যবহার হয়, তাও জানতে চান কেন্দ্রীয় প্রতিনিধিরা। চাল হাতে নিয়ে দেখেন। চাল কোথায়স কীভাবে রাখা হয়,তাও খতিয়ে দেখেন।

একাধিক স্কুল খতিয়ে দেখে তাঁরা প্রাথমিকভাবে একটি রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টের ভিত্তিতে বিকাশভবনে শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।