Sagardighi Bye Poll: বাবুল-মহুয়া, মিমি-নুসরত… সাগরদিঘি উপনির্বাচনে তারকা প্রচারকের দীর্ঘ তালিকা তৃণমূলের
Star campaigners: সাগরদিঘিতে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় প্রথমেই রয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এর পর রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: সাগরদিঘি বিধানসভা কেন্দ্র ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল। ২৭ ফেব্রুয়ারি ওই কেন্দ্রে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে তারকা প্রচারকদের তালিকা জমা দিয়েছে তৃণমূল। রবিবার সেই তালিকা জমা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। মন্ত্রী সু্ব্রত সাহার মৃত্যু ভোট হবে সেখানে। সেই কেন্দ্র ধরে রাখতে মরিয়া ঘায়ফুল শিবির। প্রচারেও কোনও খামতি রাখতে চাইছে শাসকশিবির। সে জন্যই তারকা প্রচারকের তালিকায় ৪০ জনের নাম রেখেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে কুণাল ঘোষ, বাবুল সুপ্রিয় থেকে দেব, সায়নী ঘোষ থেকে নুসরত জাহান সকলের নামই রয়েছেন সেই তালিকায়। মহুয়া মৈত্রও রয়েছেন তারকার প্রচারকের তালিকায়।
সাগরদিঘিতে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় প্রথমেই রয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এর পর রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর রয়েছে সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম। ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মিত্র, শতাব্দি রায়, গুলাম রব্বানি, মিমি চক্রবর্তী, জ্যোৎস্না মান্ডি, বীরবাহা হাঁসদা, অদিতি মুন্সিও প্রচার করতে যেতে পারেন সাগরদিঘিতে। আবু তাহের খান, দেব, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শান্তনু সেন, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারি, সোহম চক্রবর্তীর নামও রয়েছে তালিকা। সাগরদিঘিতে প্রচারে পাঠানো হতে পারে বাবুল সুপ্রিয়, নুসরত জাহান, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়ের মতো তারকাদেরও পাঠানো হতে পারে প্রচারের জন্য। দেবাংশু ভট্টাচার্যের নামও রয়েছে এই তালিকায়।
সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রীর দূর সম্পর্কের আত্মীয়ও বটেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দিলীপ সাহাকে। কংগ্রেস প্রার্থী করেছে ব্যারন বিশ্বাসকে।