Suvendu Adhikari: ‘ভদ্রভাবেই জিজ্ঞাসা করেছিলাম… বলল প্রাণে মেরে দেব’, শুভেন্দুর বিরুদ্ধে থানার দ্বারস্থ তপন চট্টোপাধ্য়ায়
Suvendu Adhikari: তৃণমূল বিধায়ক দাবি করেন, তাঁকে অপমানজনক কথা বলেছেন শুভেন্দু। তাঁর মেয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলেও অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। এরপরই থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
কলকাতা: বিধানসভার অন্দরে চরম সংঘাতের ছবি প্রকাশ্য এসেছে বুধবার সকালে। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থা করার অভিযোগ তুলে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ জানালেন তপন চট্টোপাধ্যায়। বুধবার বিকেলে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, শুভেন্দু তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।
এদিন বিধানসভার অধিবেশনের প্রথম পর্ব শেষ হওয়ার পর আচমকা দুজনেক বাদানুবাদ শুরু হয়। পরে শুভেন্দু বাইরে এসে বলেন, “আমাকে ফিজিক্যালি টর্চার করার জন্য এগিয়ে এসেছিলেন। গেটের ভিতরে যদি আমার কোনও বিধায়কের শারীরিকভাবে ক্ষতি হয়, তার দায় কি বিমান বন্দ্যোপাধ্যায় ঘাড়ে নেবেন?”
এদিকে, তৃণমূল বিধায়ক দাবি করেন, তাঁকে অপমানজনক কথা বলেছেন শুভেন্দু। তাঁর মেয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলেও অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। এরপরই থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
চিঠিতে বিধায়ক লিখেছেন, “আমি ভদ্রভাবে জিজ্ঞাসা করেছিলাম, আপনি লোকসভা নির্বাচনের সময় আমার বাড়ির উল্টোদিকে মাইক লাগিয়ে অপমানজনক কথা বলেছিলেন। আমার নাকি কলকাতার অসৎ উপায়ে কেনা ফ্ল্যাট আছে। আমার মেয়ে নাকি তৃতীয় ডিভিশনে চাকরি পাশ করে চাকরি পেয়েছে।” বিধায়কের অভিযোগ, একথা বলার পরই শুভেন্দু অধিকারী বলেছেন, ‘তোকে প্রাণে মেরে দেব।’ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।