Abhijit Sarkar Murder Case: আদালত চত্বরে হঠাৎ অসুস্থ মৃত বিজেপি কর্মী অভিজিতের মা, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে

Sealdah Court: পুলিশের গাড়ি থেকে নেমে তাঁরা যখন আদালতের ভিতরে ঢুকছিলেন, তখনই মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়েন মাধবী সরকার।

Abhijit Sarkar Murder Case: আদালত চত্বরে হঠাৎ অসুস্থ মৃত বিজেপি কর্মী অভিজিতের মা, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে
আদালত চত্বরে অসুস্থ অভিজিতের মা (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2023 | 11:51 AM

কলকাতা: কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর (Abhijit Sarkar Murder Case) মামলায় মঙ্গলবার সাক্ষ্য দিতে আদালতে গিয়েছিলেন অভিজিতের মা মাধবী সরকার। শিয়ালদহ আদালতে এদিন সকালে সাক্ষ্য দিতে পৌঁছান তিনি। আদালতের নির্দেশে কড়া নিরাপত্তা ছিল পুলিশের। এরই মধ্যে আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মৃত বিজেপি কর্মী অভিজিতের মা মাধবী সরকার। এদিন সকাল ১১টায় শিয়ালদহ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর জবানবন্দি রেকর্ড হওয়ার কথা ছিল। সেই মতো তাঁকে নারকেলডাঙা থানার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়। মাধবী সরকারের সঙ্গে ছিলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারও। পুলিশের গাড়ি থেকে নেমে তাঁরা যখন আদালতের ভিতরে ঢুকছিলেন, তখনই মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়েন মাধবী সরকার।

মাধবী সরকারের পাশেই ছিলেন বিশ্বজিৎ। মায়ের মাথা ঘুরে পড়ে যেতে দেখে, সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন বিশ্বজিৎ ও আশপাশের লোকেরা। ধরাধরি করে তাঁকে আদালত চত্বরের ভিতরেই একটি বেঞ্চে নিয়ে গিয়ে বসানো হয়। কিন্তু মাধবী দেবীর শারীরিক অসুস্থতা ক্রমেই বাড়তে থাকায় তড়িঘড়ি পুলিশকর্মীদের সাহায্য নিয়ে বিশ্বজিৎ সরকার তাঁকে সেখান থেকে এনআরএস হাসপাতালে নিয়ে যান। আপাতত সেখানেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে বলে জানা গিয়েছে। যদিও ঠিক কী শারীরিক অসুস্থতা, তা এখনও স্পষ্ট নয়।

ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার মায়ের শারীরিক অসুস্থতা প্রসঙ্গে বললেন, মায়ের হাই প্রেশারের সমস্যা রয়েছে। তাঁর মা যে আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন, সেই কথাও জানান বিশ্বজিৎ। প্রসঙ্গত, কিছুদিন আগেই মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন অভিজিৎ সরকারের পরিবারের লোকেরা। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সরকার পরিবারের নিরাপত্তা বাড়ানোর জন্য। সেই মতো কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছিল। নারকেলডাঙা থানার পুলিশই গাড়িতে করে তাঁদের নিয়ে এসেছিল আদালতে। কিন্তু আদালতে ঢোকার মুখেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মৃত অভিজিৎ সরকারের বৃদ্ধ মা।